নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে অত্যন্ত উৎসব মূখর পরিবেশে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডের স্মার্টকার্ড বিতরণ শুরু হয়েছে। সোমবার সকাল ৯টায় ২৩নং ওয়ার্ডস্থ কদম রসুল মহা বিদ্যালয়ে এ স্মার্ট কার্ড বিতরন করা হয়। জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ডের শুভ উদ্বোধণ করেন ওই ওয়ার্ডের কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধাণ।
উদ্বোধণকালে কাউন্সিলর দুলাল প্রধাণ বলেন, সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুচারু পদক্ষেপে দেশ আজ স্বনির্ভর দেশে রুপান্তরিত হয়েছে। আজ আমরা নির্বিঘেœ অত্যন্ত সুন্দর পরিবেশে স্মার্ট কার্ড হাতে পাচ্ছি। বেশির ভাগ মানুষ স্মার্ট কার্ড পেয়ে উল্লসিত।
তিনি আরো বলেন, এ স্মার্টকার্ডটি হচ্ছে আমাদের অন্যরকম পরিচয়। এটি সাথে থাকলে মনে করবেন আপনি পৃথিবীর সাথে আছেন। এটা যদি সাথে থাকে তাহলে পৃথিবীর যেখানেই থাকবেন, সেখানেই আপনার পরিচিতি থাকবে। সুতরাং এটাকে যতœ করে রাখবেন। এটার যাতে কোনো রকম অপব্যবহার না হয়।
এ সময় কাউন্সিলর ছাড়াও উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা নির্বাচন অফিসার রেজাউল করিম, সমাজসেবক আফজাল হোসেন লিপ্টন,সাইফুল ইসলাম, সার্ভেয়ার কামাল হোসেন, যুবলীগনেতা তারেকুল হাসান ভূইয়া, সাইফুল ইসলাম, ছাত্রলীগনেতা অনিক তালুকদার অপু প্রমূখ।