উন্নয়নের স্বার্থে সবাইকে নৌকার পক্ষে হয়ে কাজ করতে হবে : আইভী

নারায়নগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র তথা উপমস্ত্রী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমি আপনাদের মনের কথা আমি বুঝি। নৌকার জন্য আপনাদের অনেক ভালবাসা। আগামী নির্বাচনে যাতে নৌকা মার্কার প্রার্থীকে মনোনয়ন দেয়া হয় সে ব্যাপারে চেষ্টা করা হবে।

সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ একেএম আবু সুফিয়ান কর্তৃক নবীগঞ্জস্থ কবিলের মোড়ে আয়োজিত ইফতারপূর্বক আলোচনাকালে তিনি এসব কথা বলেন।

মেয়র আইভী আরো বলেন, আমি জননেত্রী শেখ হাসিনার একজন সামান্য কর্মী হিসেবে বলতে চাই আপনাদের যে দাবি তার ম্যাসেজ যথাস্থানে পৌঁছে দেয়া হবে। উন্নয়নের স্বার্থে সবাইকে নৌকার পক্ষে হয়ে কাজ করতে হবে।

কদমরসুল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুজ্জামান জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রোকনউদ্দিন আহম্মেদ, বীরমুক্তিযোদ্ধা আবদুল কাদির, জাহাঙ্গীর আলম, মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম কল্পনা, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক হাজী মো. নিজামউদ্দিন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আইয়ূব আলী, বন্দর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খুরশিদ আলম সাগর, সহ-সভাপতি আবদুল কাদির ডিলার, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির এলিন ও নারায়ণগঞ্জ জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি মো. শাহীদ উল্লাহ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান বাবুল, ২০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ¦ মোহাম্মদ হোসেন নূর, ২২, ২৩ ও ২৪নং সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর শাওন অংকন, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একেএম ইব্রাহি কাশেম, যুগ্ম সম্পাদক আক্তার হোসেন, বন্দর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এস আই জুয়েল প্রমুখ।

সভাপতির বক্তব্যে আবু সুফিয়ান বলেন, দীর্ঘ ১৮ বছরে এইরকম মিলনমেলা হয়নি। আজকে আমরা একত্রিত হয়েছি মনের কথা আমাদের বলতেই হবে। সিটি কর্পোরেশনে আপনি মেয়র হওয়ার পর যতটুকুই উন্নয়ন হয়েছে এছাড়া বন্দরের ৫টি ইউনিয়ন এখনো উন্নয়ন বঞ্চিত। ৫টি ইউনিয়নের কোথাও আশানুরূপ উন্নয়ন হয়নি। আমরা আর উন্নয়ন বঞ্চিত থাকতে চাইনা। আপনার সহযোগিতার মাধ্যমে নারায়ণগঞ্জ-৫ আসনের জনগণ উন্নয়ন দেখতে চায়। আমরা ব্যবসার রাজনীতি চাইনা। খেয়াঘাটে ১টাকার পরিবর্তে আমাদের ঘাড়ে চাপিয়ে দেয়া হয়েছে ৪টাকার বোঝা। সে কোন জনপ্রতিনিধিধ নয় একজন রাজনৈতিক ব্যবসায়ী। বন্দরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি সহায়তায় উন্নয়ন হবে কোন ভিক্ষুকের অনুদান আমরা চাইনা। প্রতিনিয়তই শুনা যায় বন্দর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খুরশিদ আলম সাগরকে কোন সভার মাধ্যমে বহিস্কার করা হয়েছে। আমরা জানতে জেলার কোন মিটিংয়ে থানা আওয়ামীলীগের কোন মিটিংয়ের মাধ্যমে তাকে বাদ দেয়া হয়েছে। আর কোনপ্রকার রেজুলেশন ছাড়াই একজন ভাইটাল পদধারীকের বাদ দেয়ার এ খতিয়ার কারো নেই।

আজকের অনুষ্ঠানে আসার জন্য বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি এম এ রশীদ সাহেবকে ৩বার ফোন করেছিলাম তিনি ফোনটা ধরেননি পরে জনৈক রহিমের মাধ্যমে তার সঙ্গে কথা হলে সে আমাকে উত্তর দিল তোমাদের অনুষ্ঠানে গেলে একটি পরিবার আমার প্রতি নারাজ হয়ে যাবে। কিন্তু আমরা কোন পরিবারের রাজনীতি করিনা আমরা জননেত্রী শেখ হাসিনার রাজনীতি করি আমরা বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতি করি আমরা নৌকার রাজনীতি করি।

add-content

আরও খবর

পঠিত