নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদদাতা ) : আসন্ন ঈদ উপলক্ষে অগ্নিকান্ড ও অন্যান্য দূর্ঘটনার ঝুঁকি হ্রাসে সচেতন মূলক বিভিন কার্যক্রম গ্রহণ করছে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। অগ্নিকান্ড ও অন্যান্য দূর্ঘটনার ঝুঁকি হ্রাসে সতর্ক করতে গার্মেন্টস ও অফিসে সতর্কবানী মূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
জেলায় রেল স্টেশন, বাস স্টেশন, লঞ্চ ঘাট যাতায়াতের সহ সকল জনবহুল স্থানে নিরাপত্তার সচেতনতা মূলক লিফলেট লাগানো হবে। এছাড়াও সকল যানবাহনের কাউন্টারে ড্রাইভার ও যাত্রী উভয়কেই সচেতন করবে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ।
ঈদে ঘর ফেরা মানুষের নিরাপত্তার জন্য একটি বিশেষ লিফলেট বানানো হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে ঈদে বাড়ি ছাড়ার পূর্বে করনীয় নিরাপত্তামূলক কার্যক্রম গুলো উল্লেখ করা হয়েছে। সড়ক পথে ও নৌ পথে নিরাপত্তার বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়েছে।
নির্দেশনাবলীর মধ্যে গুরুত্বপূর্ন নির্দেশনা গুলো হলো : অতিরিক্ত যাত্রী হয়ে বাসে বা লঞ্চে ভ্রমণ হতে বিরত থাকতে হবে। গতি নিয়ন্ত্রণ করতে হবে। ফিটনেস বিহীন গাড়ি চালানো যাবে না। চোখে ঘুম নিয়ে যানবাহন চালানো যাবে না। এছাড়াও প্রয়োজনীয় অগ্নি সরঞ্জামাদি ও ফাস্ট এইড বক্স সংরক্ষন করেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন ঈদ পূর্বের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বলেন, ঈদে সতকর্তা করার জন্য গার্মেন্টস, অফিসে সতর্কবানী মূলক লিফলেট বিতরণ করা হয়েছে। জীবনের চেয়ে বেশি মানুষ ঈদের আনন্দকে গুরুত্ব দেয়। ভুলে যায় সকল নিরাপত্তার কথা। এই কথা গুলো বলে আমরা মূলত মানুষকে সচেতন করতে চাই।
আমাদের ফায়ার সার্ভিসের স্টাফরা লঞ্চ ঘাটে, বাস স্টান্ড, রেল স্টেশনে থাকবে। যেকোন সমস্যা বা দূযোর্গ যেন আমরা মোকাবেলা করতে পারি এজন্য আমাদের স্টাফরা ড্রাইবার ও যাত্রীদের নিরাপদ ভাবে যাতায়াত করতে উৎসাহিত করবেন।