নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান বলেছেন, গত কোরবানির ঈদে আমরা সবচেয় বড় ঈদের জামাত আয়োজন করেছিলাম। কিন্তু সেটা আমার মনমত করতে পারেনি। তাই এবার সবেচেয়ে সুন্দর এবং আকর্ষনীয় ঈদের জামাত আয়োজন করা হবে। যাতে করে বাংলাদেশের মানুষ নারায়ণগঞ্জের দিকে তাকিয়ে থাকে।
শুক্রবার (২৪ মে) ইফতারের পূর্বে নগরীর প্রেসক্লাব বিপরীতে সমবায় মার্কেটের ৪র্থ তলায় এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা ক্রিড়া সংস্থার উদ্যোগে ইফতার ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ক্রিড়া সংস্থার সভাপতি রাব্বি মিয়।
শামীম ওসমান বলেন, আগামি বছর থাকব কিনা তার কোন গ্যারান্টি নেই। ঈদের জামাত যেন প্রতি বছর হয় এবং সেটা নিয়মিত বজায় থাকে তার জন্য আমি জেলা প্রশাসককে অনুরোধ জানাই। এত বড় ঈদের জামাত করার পিছনে নাম কামানোর উদ্দেশ্য নেই। তবে উদ্দেশ তো একটা আছে সেটা হলো এই লক্ষ মানুষের মাঝে আল্লাহ সুবহানা তায়ালা একজনের হাতের উসিলায় সবার দোয়া কবুল করবেন। তাই লক্ষ মানুষের উদ্দেশ্যে এই ঈদেও জামাতের আয়োজন।
তিনি বলেন, জেলা ক্রিড়াঙ্গন আগেও ভালো ছিল এখনো ভালো আছে। এই সেক্টরে সবচেয়ে ভালো লোকেরা থাকে। নারায়ণগঞ্জের ক্রিড়া সংস্থায় যোগ্য ব্যক্তি নেতৃত্ব দিচ্ছেন। তাই আমরা সবাই মিলে এই জেলার ক্রিড়াঙ্গনকে আগের অবস্থানে ফিরিয়ে আনব।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রথমে রক্তের বাধনে সম্পর্ক সৃষ্টি হয়। তার পর আত্মার সম্পর্ক। আর শামীম ওসমানের সাথে আমদের তেমনি একটা আত্মার সম্পর্ক। বাংলাদেশে এমন কোন পরবিার নেই যার ৩ পুরুষ এমপি ছিলেন। যার একমাত্র দৃষ্টান্ত হলো নারায়ণগঞ্জের ওসমান পরিবার। শামীম ওসমানের পরিবার রাজনৈতিক ব্যাক্তি হিসেবে প্রাতাষ্ঠানিক রুপ ধারণ করেছে।
তিনি বলেন, পৃথিবীর সবচেয়ে জ্ঞানের ভান্ডার হলো আলকোরআন। যারা অনুধাবন করে কোরআন তেলওয়াত করবে তারা নিজে থেকে হেদায়াত প্রাপ্ত হবেন। নারায়ণগঞ্জের এই ঈদের জামাত নিয়মিত বজায় রাখার জন্য আমি জেলা প্রশাসকের পক্ষ হতে একটা কমিটি গঠন করে দিব। আমরা সকলে মিলে জেলা ক্রিড়াঙ্গনকে এরো এগিয়ে নিয়ে যাবো।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা (রাজস্ব),সদর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, সদর উপজেলা নিবাৃহী কর্মকর্তা (এউএনও ) নাহিদা বারিক, জেলা কৃষকলীগের সভাপতি ইব্রাহীম চেঙ্গিস, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর হোসেন টিটু এছাড়া ক্রিড়াঙ্গনের অন্যান্য নেতৃবৃন্দ।