ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর-এর সেক্রেটারি এবং জেলা নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী মুহাম্মদ সুলতান মাহমুদ  বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর গত ১২ নভেম্বর সোমবার দুপুরে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলহাজ্ব মাওলানা ছানাউল্লাহ নূরী সাহেবের পক্ষে সোনারগাঁ উপজেলা অফিসের ইউএনওর কাছ থেকে মনোনয়ন ফরম তুলেছেন সোনারগাঁ থানার ইসলামী আন্দোলনের দায়িত্বশীলগণ।

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুহাম্মাদ শফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলহাজ্ব আবুল কালাম মুন্সী জেলা নির্বাচন অফিসার আতাউর রহমান সাহেবের কাছ থেকে আন্দোলন জেলা ও মহানগর-এর দায়িত্বশীলদেরকে নিয়ে মনোনয়ন ফরম তুলেছেন। বিকালে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি ইমদাদুল্লাহ হাসেমী থানা আন্দোলনের দায়িত্বশীলদেরকে নিয়ে রূপগঞ্জ উপজেলার ইউএনওর কাছ থেকে মনোনয়ন ফরম তুলেছেন।

১৩ নভেম্বর মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলহাজ্ব মুহাম্মাদ নাছির উদ্দিন আড়াইহাজার থানার ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদেরকে নিয়ে আড়াইহাজার উপজেলা অফিসের ইউএনওর কাছ থেকে মনোনয়ন ফরম তুলেছেন। পরিশেষে তিনি বলেন আমাদের ভুলে গেলে চলবেনা ভোট একটি পবিত্র আমানত। অপাত্রে ভোট দিয়ে এই আমানতের খেয়ানত কোন মুসলমান করতে পারেনা। ঈমানের হেফাজত, দেশের স্বার্থ ও মানবতার অধিকার প্রতিষ্ঠার জন্য হাত পাখার কোন বিকল্প নাই। ক্ষমতা পাগল বস্তুবাদী গোষ্ঠী আজ ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে আছে। কেউ কেউ কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য পাগল পারা। এদের বিরুদ্ধে চুড়ান্ত সংগ্রামের প্রস্তুতি আমাদের গ্রহণ করতে হবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের চ্যালেঞ্জ আমাদের নিতে হবে। শুধু হাতপাখায় ভোট দেব না, ভোট সংরক্ষণের জন্য আমাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে। ভোট ডাকাতদের প্রতিহত করার দৃপ্ত শপথ আমাদেরকে নিতে হবে। নির্বাচনে যদি আমরা খেলার মতো খেলতে পারি, নির্বাচনের পরবর্তী সময় টা হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের।

add-content

আরও খবর

পঠিত