নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদ দাতা ) : ইসলামী আন্দোলন নগর শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুন শুক্রবার বিকালে নগরীর ১নং রেলগেট এলাকায় ইসলামী আন্দোলন মহানগর শাখার কার্যালয়ে এ সম্মলেন অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী আন্দোলন নগর শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইসলামী আন্দোলন মহানগর শাখার সভাপতি মুফতি. মাসুম বিল্লাহ্, বিশেষ অতিথি হিসেবে ইসলামী আন্দোলন মহানগর শাখার সাধারন সম্পাদক ইসলামী যুব আন্দোলন মহানগর শাখার সভাপতি গিয়াসউদ্দিন মুহাম্মদ খালিদ, ইসলামী শ্রমিক আন্দোলন মহানগর শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আহসান আলী উপস্থিত ছিলেন।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে ইসলামী আন্দোলন নগর শাখার সভাপতি পদে আবারো নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মুহাম্মদ আব্দুল হাই। এছাড়া সাধারন সম্পাদক পদে আলহাজ্ব আব্দুল রহমান রোমান নির্বাচিত হয়েছেন।
এর আগে সম্মেলন চলাকালে এসআই সাইফুলের নেতৃত্বে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় পুলিশ দেখে সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দের মাঝে একটা হৈইচৈই সৃষ্টি হয়। তারা সম্মেলনে পুলিশের উপস্থিতি কেন জানতে চান। তা ছাড়া কেন পুলিশকে ডাকা হয়েছে তাও, কে পুলিশকে খরব দিয়েছে, এসব নিয়ে হট্টগোলের সৃষ্টি হলে পুলিশ কৌশলে তা শান্ত করে দেন।
এসময় পুলিশ তাদের জানান, গোপন সংবাদে তারা জানতে পেরেছেন যে, এখানে (সম্মেলন) গ্যাঞ্জাম হচ্ছে। বড় ধরনের সংঘাতের আশঙ্কাতেই পুলিশ এখানে এসেছে। এ নিয়ে কোন হৈইচৈই করার দরকার নাই। পুলিশ এখানে আপনাদের নিরাপত্তা দিতেই এসেছে। পরে পুলিশের কথা শুনে পরিবেশ শান্ত হয়ে যায় এবং শান্তিপূর্ণ ভাবে সম্মেলন শেষ হয়।