ইকবাল ডেকোরেটরের মালিকের ছোট ভাই ফেনসিডিলসহ আটক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : শহরের পাক্কারোড এলাকা থেকে ইকবাল ডেকোরেটরের মালিক ইকবালের ছোট ভাই আবুল কালাম কালুকে ২২ বোতল ফেনসিডিল সহ আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ মে) রাত পৌনে ১টায় শহরের পাক্কারোড এলাকার শুক্কুরকারি জামে মসজিদের গলি থেকে তাকে আটক করে সদর মডেল থানা পুলিশ।

কালুকে গ্রেফতারের সত্যতা স্বীকার করে নারায়ণগঞ্জ সদর থানার এসআই শাহাদাৎ বলেন, পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে তাকে (কালু) গ্রেফতার করা। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে আমরা পাক্কারোড এলাকায় অভিযান চালাই। এসময় পাক্কারোড এলাকার শুক্কুরকারি জামে মসজিদের সামনে থেকে ওই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ২২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত