আ.লীগের নেতাকর্মীও আফসোস করেছে ভোট দিতে পারেননি : সাখাওয়াত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, একটি অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের আশায় বিএনপি নির্বাচনে অংশ নিয়েছিলো কিন্তু বর্তমান সরকার রাতের অন্ধকারে ভোট ডাকাতি করে ক্ষমতা দখল করেছে। শুধুমাত্র বিএনপির ভোটাধীকার হরণ করেনি, বরং ১৬ কোটি মানুষের ভোটাধীকার হরণ করেছে। এমনকি অনেক আওয়ামীলীগের নেতাকর্মীও আফসোস করে বলেছে তারাও ভোট দিতে পারেননি।

নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের প্রয়াত সাবেক সভাপতি নজরুল ইসলাম স্মরণে আয়োজিত আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিলে প্রধাণ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভা শেষে প্রয়াত নজরুল ইসলাম স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার (২৫ ফেব্রুয়ারি) বাদ আসর নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের উদ্যোগে নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটের তৃতীয় তলায় এ স্মরণ সভার আয়োজন করা হয়।

তিনি বলেন, ইতিহাস স্বাক্ষী যারাই প্রশাসনকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছে তাদেরকে সেই প্রশাসনই একদিন ক্ষমতা থেকে টেনে হিচড়ে নামিয়েছে। তাই এই সরকারের পতনও অনিবার্য। আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে এই কঠিন সময়টুকু পার করতে হবে এবং দেশে গনতন্ত্র প্রতিষ্ঠা আর আমাদের চেয়ারপার্সণ বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন বেগবান করতে হবে।

মহানগর শ্রমিকদলের যুগ্ম আহবায়ক লুৎফর রহমান মন্টুর সভাপতিত্বে এবং যুবদল নেতা পারভেজ মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি নেতা মনির হোসেন খান, গুলজার হোসেন খান, হাজী ইসমাইল, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলাউদ্দিন বারী প্রমূখ।

add-content

আরও খবর

পঠিত