আসুন ঈদের আনন্দ আমরা সমানভাগে ভাগ করে নেই : উজ্জল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদদাতা ) : নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের আগাম শুভেচ্ছা জানিয়ে মহানগর যুবলীগের সাধারন সম্পাদক ও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বঙ্গসাথী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আহাম্মদ আলী রেজা উজ্জল বলেছেন, মহান আল্লাহ্ তাহালা যদি আমাদের বাঁচিয়ে রাখে আমরা যেন সারাজীবন মানুষের সেবা করতে পারি, আমরা যেন সারাজীবন মানুষের গোলামী করতে পারি এ জন্য আপনাদের সকলের সহযোগীতা কামনা করছি।

রবিবার ( ০২ জুন) দুপুরে নগরীর বঙ্গবন্ধু পশ্চিম দেওভোগ এলাকার আলী আহাম্মদ চুনকা বালিকা উচ্চ বিদ্যালয় ও শিশুবাগ বিদ্যালয় প্রাঙ্গণে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বঙ্গসাথী ক্লাবের উদ্যোগে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

উজ্জল আরও বলেন, আজ আমার বঙ্গবন্ধু ও বঙ্গসাথী সামাজিক সংগঠনের সকল নেতৃবৃন্দ বিশেষ করে উপদেষ্টাদের সহযোগীতায় দুস্থদের মাঝে ঈদ সামগ্রী করতে সত্যিই আমরা ভীষণ আনন্দিত। কেননা, আমরা চাই ঈদের আনন্দ ও হাসি সকল গরিব দু:খী মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ুক। কেউ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হোক, সেই জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমি গরিব ও দুস্থ মানুষের পাশে সমাজের সকল বিত্তবানদের থাকার জন্য আহ্বান করছি। আসুন আমরা সবাই মিলে ঈদের আনন্দকে সমানভাগে ভাগ করে নেই।

আলোচনা শেষে দেশবাসী মঙ্গলকামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে প্রায় সহস্রাধীক গরিব দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে অতিথিবৃন্দরা।

এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বঙ্গসাথী ক্লাবের উপদেষ্টা ও প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা, সাধারন সম্পাদক গোলাম সারোয়ার শুভ, হাজী রনি, রুবেল ইসলাম, কামরুল ইসলাম বাবু, সহিদুল ইসলাম, সায়হাম আহামেদ, সজিব রহমান, মঞ্জুর হোসেন, মো: মামুন, মো: খোকন, মো: সুমন, সাগর আলী হায়দার, স্বচ্ছ, আবুর রেজা রাসেল ও জিয়াউল হক জিকোসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

add-content

আরও খবর

পঠিত