নরায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান বলেছেন, ভালো নেতা তো অনেকই আছে। কিন্তু ভালো মানুষ খুব কম। আজ সেই ভালো মানুষটিকে সম্মান জানানোর জন্য খুব স্বল্প পরিষরে হলেও আরো একজন ভালো মানুষকে নিয়ে আসা হয়েছে। নারায়ণগঞ্জের জনসভায় লক্ষ লক্ষ মানুষ হওয়া উচিৎ, কিন্তু সেই ভাবে আমরা করতে পারিনি। সে জন্য আমি আশরাফ ভাইয়ের আত্মার প্রতি ক্ষমা চাচ্ছি।
শুক্রবার (২৫ জানুয়ারি) বিকেল ৪টায় নগরীর ডিআইটি চত্বরে প্রয়াত জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এ স্মরণ সভার আয়োজন করা হয়। স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল হানিফ এমপি।
শামীম ওসমান আরও বলেন, যদি সত্যিই আশরাফ ভাইকে ভালোবাসেন তাহলে গিভ এন্ড টেক রাজনীতি বাদ দেন। রাতের বেলায় বিএনপির সাথে আলাপ আর দিনের বেলায় জামাতের সাথে ষড়যন্ত্র, এই রাজনীতি বাদ দেন। এই রাজনীতি বাদ দিয়ে যারা সাচ্চা আওয়ামী লীগ আছেন তারাই সত্যিকারে শ্রদ্ধা জানাতে পারবেন।
তিনি বলেন, আশরাফ ভাইয়ের শোককে আমরা শোকে পরিণত করতে চাই না। স্টেজ করে মাইক লাগিয়ে, ছবি লাগিয়ে, ফুল দিয়ে আশরাফ ভাইকে শ্রদ্ধা জানানো যাবে না, বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানো যাবে না। তাদের চরিত্রের একটি অংশ বহন করতে পারলেই তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. খোকন সাহার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-১ আসনের সাংসদ সারোয়ার জাহান বাদশা, জাতীয় শ্রমিকলীগের সভাপতি শুক্কুর মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আরজু রহমান ভূইয়া, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ্ নিজাম, জিএম আরমান, আহসান হাবীব, সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা, জিএম আরাফাত, নাসিক ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও যুবলীগ নেতা মতিউর রহমান মতি, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জুয়েল হোসেন প্রমুখ।