নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী’র সুস্থ্যতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ ডিসেম্বর) বাদ আসর মাসদাইর পৌর গোরস্থান জামে মসজিদে যুবলীগ নেতা আল আমিন ও শান্ত এর উদ্যোগে এ দোয়া অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন মীর সোহেল আলী। বর্তমানে তিনি লিভার জনিত রোগে আক্রান্ত হয়ে হলি ফ্যামিলি হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। দোয়া মহফিলে এসময় উপস্থিত ছিলেন, তালাত, হারিস, প্রিন্স, রিয়াদ, রাইয়ান ও অন্যান্য মুসল্লিগন।