আলোকিত বক্তাবলীর নয়া কমিটি গঠন : বারেক সভাপতি, আজিজ সম্পাদক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : শিক্ষা ও প্রগতির জন্য আলোকিত সমাজ গড়ায় প্রত্যয় নিয়ে গড়ে উঠা সামাজিক সংগঠন-আলোকিত বক্তাবলীর নয়া কমিটি গঠন করা হয়েছে।

তরুণ ব্যবসায়ী ও সাবেক ছাত্রনেতা আব্দুল বারেক মোল্লাকে সভাপতি, আব্দুল আজিজকে সাধারণ সম্পাদক ও ফয়সাল হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্যের এ নতুন কমিটি গঠন করা হয়।

কমিটিতে বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত আলী, আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন মতিউর রহমান ও বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিককে উপদেষ্টা ও এ তিনটি ইউনিয়নের গণ্যমান্যদের সম্মানিত সদস্য হিসেবে রাখা হয়েছে।

নতুন কমিটির সভাপতি আব্দুল বারেক মোল্লা জানান, বেশ কয়েক বছর ধরে এ সংগঠনটি কাজের মাধ্যমে সমাজের তৃণমূলে পৌছে গেছে। আলোকিত বক্তাবলী এখন একটি আর্দশের নাম। গৌরবময় এ সংগঠনটি সভাপতি নির্বাচিত করায় সংগঠনের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

বারেক মোল্লা আরও বলেন, আমরা প্রত্যাশা করি আগের কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যরা যেভাবে সংগঠনটি এগিয়ে নিয়ে গেছেন, ভবিষ্যতে সে ধারা অব্যাহত রাখবেন। আমি সবার পাশে থেকে চেষ্টা করবো যেন সংগঠনটি আরো গতিশীল ও শক্তিশালী হয়।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল আজিজ জানান, কমিটির ১০১ সদস্যকে নিয়ে তিনজন উপদেষ্টাকে সমন্বয় করে অচিরেই একটি জমকালো অভিষেক ও বিদায়ী কমিটিকে সম্মাননা দেয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে।

আলোকিত মানুষ-ই পারে আলোকিত সমাজ গড়তে এই স্লোগানকে সামনে রেখে দীর্ঘ দিন ধরে সংগঠনটি দূর্গম চরাঞ্চল বক্তাবলীতে শিক্ষা বিস্তার, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে কাজ করে চলেছে।

add-content

আরও খবর

পঠিত