আমি সব সময় জনগনের পাশে থাকতে চাই : মেয়র আইভী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমি সব সময় জনগনের পাশে আছি। আমি সব সময় তাদের পাশে থাকতে চাই। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টায় আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তন ও পাঠাগারে আরবান কমিউনিটি ভলেন্টিয়ারদের সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনদিন ব্যাপী এর কর্মশালার আয়োজন করে সেভ দ্যা চিলড্রেন ও কমিউনিটি পার্টিসিপেশন এন্ড ডেভেলপমেন্ট (সিপিডি)।

তিনি আরও বলেন, আমাদের ওয়ার্ড ১৭টি। প্রতিটা ওয়ার্ডে কমপক্ষে একজন করে ভলেন্টিয়ার তৈরি করতে পারাটা অনেক বড় ব্যাপার। আমাদের অনেক ওয়ার্ড রয়েছে এর মধ্যে ১৩, ১৫ও ১৬ এ সকল ওয়ার্ডগুলো খুবই ঝুঁকিপূর্ণ। এসব এলাকাতে কাজের সম্প্রসারণ বৃদ্ধি ও বেশি জোর দেয়া হয় এ ব্যাপারে আমি সেভ দ্যা চিলড্রেন ও কমিউনিটি পার্টিসিপেশন এন্ড ডেভেলপমেন্ট (সিপিডি) অনুরোধ করবো। এতে সিটি কর্পোরেশনের কোন অর্থায়ন প্রয়োজন হলে সেজন্য আমরা প্রস্তুত আছি। আমি বিশ্বাস করি এসব অরগানাইজেশন ভালো কাজ করে। আমি সবসময় ভালোর সাথে আছি।narayanganjbarta24.com

তিনি স্কুলের বাচ্চাদের মিনিস্কুলগুলোতে গিয়ে শিশুদের প্রশিক্ষণ ও বিভিন্ন ওয়ার্ডে গিয়ে  কমপক্ষে ১শত জন নারীকে প্রশিক্ষণ দেয়ার পরামর্শ দেন এবং এবং এ সকল কাজে সিটি করপোরেশনের সহযোগীতা আশ্বাস দেন।

এ সময় তিনি  নারীদের উদ্দেশ্যে বলেন, নারীদের প্রশিক্ষণ দিতে হবে এবং  নারীদের এসব কাজে এগিয়ে আসতে হবে। এখানে অনেক নারী ভলিন্টিয়ার আছে যারা প্রশিক্ষণ নিয়েছেন তাদের উদ্দেশ্যে বিশেষ করে বলতে চাই, সমাজের নারীদের বলা হয় অবলা। তারা কিছু পারে না। এটা করা যাবে না, সেটা করা যাবে না নারীরা ঘর থেকে বের হবে কেন? নানা ধরণের কথা হয়। কিন্তু বর্তমানে নারীরা এ বিষয়গুলো অনেকটা কাটিয়ে উঠছে। একজন নারীর যদি সাহসী হয় আর তার যদি ইচ্ছা শক্তি থাকে  তাহলে সে অনেকদূর এগিয়ে যাবে। তাই বলে পুরুষকে ছোট করা যাবে না। পারস্পরিক সমঝোতা করেই এগিয়ে চলতে হবে।

এর আগে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী তিনদিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারী ভলেন্টিয়ারদের হাতে সনদপত্র ও পরিচয়পত্র তুলে দেন। পরবর্তীতে সেভ দ্যা চিলড্রেন ও কমিউনিটি পার্টিসিপেশন এন্ড ডেভেলপমেন্টের (সিপিডি)ও  ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের পক্ষ থেকে মেয়র আইভীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সিপিডির সহকারী প্রকল্প সমন্বয়কারী কাজী এনামুল কবির ও সেভ দ্যা চিলড্রেনের ডেপুটি প্রজেক্ট ম্যানেজার শুকলা ঠাকুরের সঞ্চালনায় অনুষ্ঠানে সিটি করপোরেশন প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা হাসান, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ঢাকা বিভাগের উপ পরিচালক দেবাশীষ বর্মন, নারায়ণগঞ্জ অঞ্চলের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন, উপসহকারী পরিচালক মামুনুর রশিদ, সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কমিউনিকেশন স্পেশালিস্ট সৈয়দ আশরাফ হোসেন, সেভ দ্যা চিলড্রেন অরগানাইজেশনের হিউম্যানিটেরিয়ান চেয়ারম্যান মোস্তাক হোসেনসহ প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত