আমি মানুষের ইশারা ও হাসি বুঝি : শামীম ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামীলীগের মনোনিত প্রার্থী শামীম ওসমান বলেন, কে জয়ী হবে কে পরাজয় হবে তা আল্লাহ তা-আলা জানে। কিন্তু আমি নির্বাচনের যে কয়টি কেন্দ্র দেখেছি সেখানের ৭৫ থেকে ৮০ শতাংশ মানুষের হাসি দেখে বুঝতে পারলাম যে তারা সবাই শেখ হাসিনাকে ও আমাদের নৌকাকে ভালোবাসে। আমি মানুষের ইশারা ও হাসি বুঝি। রোববার (৩০ ডিসেম্বর) বেলা ১১ টায় রাইফেল ক্লাবে গনমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমার মনে হয় নির্বাচনের আগে কিছু মানুষ ছিলো যারা ঐক্যফ্রন্টের ভোট দিতে চেয়েছেন তারা এখন তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছে। এটি আমি কয়েকটি এলাকায় নিজে পরিলক্ষিত করেছি।

তিনি আরও বলেন, আমার সব থেকে ভালো লেগেছে যে, এই সকালে শীতের মধ্যে তারা লাইনে দাড়িয়ে আছে এবং এতো লোক ভোট দিতে এসেছে যে পোলিং এজেন্টরা তাদের সামাল দিতে পারছে না। আমার জানা মতে আমার এই আসনে যে ২১৬ কেন্দ্র আছে সবগুলোতে শান্তিপূর্ন নির্বাচন হচ্ছে। এখানে কোন প্রকার ধাক্কা ধাক্কিও হয় নাই।

শামীম ওসমান বলেন, আমি আমার লোকদের নিদের্শ দিয়েছি যে আমাদের পোলিং এজেন্টেদের জন্য যদি কোন আপ্যায়নের ব্যবস্থা করা হয়ে থাকে তাহলে অন্য পোলিং এজেন্টেরকেও সমান ভাবে আপ্যায়ন করতে। জনগণের রায় আমরা মাথা পেতে নেব এবং আশা করি আমরা সফল হবো। জয় আমাদের হবে ইনশাল্লাহ।

তিনি বলেন, আমি মিডিয়াকে ধন্যবাদ জানাই কারন গত কাল হতে তারা বিএনপির এবং ঐক্যফ্রন্টের জাতীয় পর্যায় যেসব নেতারা আছেন পাকিস্তানী গোয়েন্দা সংস্থার সাথে তাদের যোগাযোগের অডিও প্রকাশ করেছে। আমি খুবই আবাক ও লজ্জিত, কারণ জাতীয় পর্যায়ের যে নেতা আছেন যেমন ওলি আহমেদের মতো বড় মাপের লোকেরা ফোনে বলে দিচ্ছে যে কারে মারতে হবে, কীভাবে রামদা দিয়ে মানুষকে কোপাতে হবে।

add-content

আরও খবর

পঠিত