আমি নাটক খুব পছন্দ করি : শামীম ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান বলেছেন, দুনিয়াসহ নারায়ণগঞ্জে যে নাটক চলছে তা দেখতে দেখতে আমিও নাটক শিখে গেছি। এখন ধরাই যায় না কোনটা নাটক আর কোনটা সত্য। আমিও নাটক করবো। নাটক আমি খুব পছন্দ করি। আগে ছোটবেলায় দেখতাম আমাদের নারায়ণগঞ্জে একের পর এক নাটক হতো। এখন আর হয় না। নাটক এখন প্রায় বিলুপ্তের পথে। শনিবার (৩০ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সম্মিলিত নাট্যকর্মী জোটের নবনির্বাচিত কার্য নির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, এখানে যেই আলী আহম্মদ পাঠাগারটা আছে, সেখানে নাকি নাটক করার জন্য খুব একটা উপযুক্ত নয়। চাষাড়া জিয়া হলের অবস্থাও ভালো না। শিল্পকলা একাডেমিও সম্পূর্ণ হয়নি। আমি তরান্বিত করার চেষ্টা করবো এটা যাতে দ্রুত সম্পূর্ণ হয়।

নাটকে অভিনয় করার ইচ্ছে পোষণ করে তিনি বলেন, আপনারা নাটক করেন। আমাকেও একটা রোল দিয়েন। সিরিয়ালি বলছি, আমি করবো। এই মাধ্যমটা আমার খুব পছন্দের। আপনারা নাটকের ব্যবস্থা করেন। আর্থিক সহযোগিতা থেকে শুরু করে সব রকম সহযোগিতা করবো আমি।

শহরের জেলা গণগন্থাগার সম্মেলন কক্ষে সংগঠনটির সভাপতি হুমায়ূন কবিরের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, নাসিক ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল আলম সজল, বিকেএমইএ এর পরিচালক কবির হোসেন, সংগঠনটির সহ সভাপতি মো. শাহ জাহান, সাধারন সম্পাদক মাসুদ রানা মিন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুল মান্নান সাগর, সম্মানিত কার্যনির্বাহী সদস্য ফয়েজ উ্দ্দিন আহমদ লাভলু প্রমূখ।

add-content

আরও খবর

পঠিত