নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : আগে গার্মেন্ট সেক্টরটা ঠিক করি তারপর অস্ত্রধারী, সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের ধরবো। কেন না গার্মেন্ট সেক্টরটাকে ঘিরে কিছু চাঁদাবাজ আছে। ওদের আগে শায়েস্তা করতে হবে। নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার হারুন-অর-রশিদ ফতুল্লা মডেল থানা পরিদর্শনে এসে সাংবাদিদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। ১০ ডিসেম্বর সোমবার দুপুরে থানার দ্বিতীয় তলায় সেমিনার কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার আরো বলেন, গার্মেন্ট সেক্টর ঠিক করার পর নারায়ণগঞ্জবাসীকে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া হচ্ছে আমার প্রধান লক্ষ। কারন আমি চাই না নির্বাচন নিয়ে কোন বিতর্কের সৃষ্টি হোক।
এ সময় প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম, (ক অঞ্চল) মেহেদী ইমরান সিদ্দিকী, থানার অফিসার ইন-চার্জ শাহ্ মো. মঞ্জুর কাদের, ওসি (তদন্ত) শাহ্জালাল, (অপারেশন) মজিবুর রহমান ও (আইসিপি) গোলাম মোস্তফা। কমিউিনিটি পুলিশ থানা শাখার সভাপতি মীর মোজাম্মেল আলী ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।
গনমাধ্যম কর্মীদের মধ্য থেকে উল্লেখযোগ্যদের মাঝে উপস্থিত ছিলেন-ফতুল্লা রিপোটার্স ক্লাবের সভাপতি রনজিৎ মোদক, ফতুল্লা রিপোটার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, ফতুল্লা মডেল প্রেসক্লাবের সভাপতি অনিসুজ্জামান অনু, ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, মিরর নারায়ণগঞ্জ ডট কম এর সম্পাদক সাইফুল ইসলাম সজীব, সময় নারায়ণগঞ্জ ডট কম এর বার্তা প্রধান মহসীন আলম, দৈনিক উজ্জিবিত বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক মো. সোহেল ও জাতীয় দৈনিক যায়যায় দিনের নারায়ণগঞ্জ প্রতিনিধি শাহাদাৎ হোসেন আকাশ প্রমূখ।