নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : প্রতিবন্ধী প্রগতি সংস্থার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রতিবন্ধীদের মাঝে জি.আর এর চাউল ও শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন প্রয়াত সাংসদ নাসিম ওসমান পত্নী পারভীন ওসমান। রবিবার (২রা ডিসেম্বর) বিকাল ৫ টায় আল্লামা ইকবাল রোড এলাকায় এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অন্ধপ্রতিবন্ধী আহমেদ আলী’র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় এই অনুষ্ঠান।
এসময় প্রধান অতিথির বক্তব্যে নাসিম ওসমান স্মৃতি দু:স্থ ও জনকল্যান ফাউন্ডেশনের চেয়ারম্যান পারভীন ওসমান বলেন, যাদের সম্পদ আছে তাদের আহব্বান করছি আপনারা দু:স্থ মানুষদের পাশে দাড়ান। তাদের সাহায্য করেন, একটু এগিয়ে আসলে কিছু কম হবে না। আমার স্বামী প্রয়াত এমপি নাসিম ওসমান তিনি দু:স্থ ও প্রতিবন্ধীদের দান করতেন দেখেছি। তবে উনি মৃত্যুবরণ করার পরে জানতে পরেছি ২৫ টি পরিবারের পাশে ছিলেন তিনি। আমি আমার সন্তান আজমেরী খুব বেশী ধনী নই। কিন্তু চেষ্টা করি গরীব অসহায়দের জন্য কিছু করতে।
এসময় উপস্থিত ছিলেন, নাসিম ওসমান স্মৃতি দু:স্থ জনকল্যান ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমন, প্রতিবন্ধী প্রগতি সংস্থার সভাপতি ইউসুফ হাওলাদার, বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন টুলু, জাতীয় পাটির নেতা মোজাম্মেল হক লিটন, নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির সভাপতি মো. শাহজাহান মিয়া, , মহীলা নেত্রী শারমিন ইসলাম, জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মো. আবু তাহের, সাধারণ সম্পাদক মোস্তফা ভান্ডারি, জেলা ছাত্র সমাজের সভাপতি শাহাদাত হোসেন রুপু, মহানগরের সভাপতি শাহআলম সবুজ প্রমুুখ।