নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : আই এম এন্ড আই উইল-আমি আছি আমি থাকবো ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে, প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে পালিত হল বিশ্ব ক্যান্সার দিবস। দিবসটি উপলক্ষে নারায়ণগঞ্জ- ১শ শয্যা বিশিষ্ট (ভিক্টোরিয়া) হাসপাতালের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ ফেব্রুয়ারি) সকালে শহরের ভিক্টোরিয়া হাসপাতালের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা সিভিল সার্জন ডা. এহসানুল হক বলেন, ক্যান্সার মানে নো এ্যানসার নয়। ক্যান্সারের চিকিৎসা হয়। তবে ক্যান্সার যাতে না হয়, সে বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। ক্যান্সার থেকে মুক্ত হতে হলে, আমাদেরকে অবশ্যই স্বাস্থ্যকর পরিবেশে থাকতে হবে। সকল প্রকার তামাকজাত দ্রব্য পরিহার এবং ধুমপান মুক্ত থাকতে হবে। পরিহার করতে ভাজা পোড়া বিশেষ করে তৈল জাতিয় খাবার। আর ঠিক করতে আমাদের খাদ্যাভ্যাস।
ভিক্টোরিয়া হাসপাতালের আরএমও ডা: আসাদুজ্জামানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, গাইনী বিশেষজ্ঞ শাহনাজ আহমেদ, সার্জারী কনসালটেন্ট গাজী সালাউদ্দিন সহ আরও অনেকে।