আমলাপাড়ায় শতাধিক ফেন্সিডিলসহ ৩ জন গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শহর প্রতিনিধি ) : নগরীতে ভরতীয় তৈরি আমদানী নিষিদ্ধ ১১০ বোতল ফেন্সিডিল সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টায় নগরীর আমলাপাড়ার রিজিয়া মঞ্জিলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মো. মামুন উর রশিদ (৪০), মো. সফিক ওরফে সাব্বির (৩২), মো. তাজুল ইসলাম ওরফে বাবু (৪০)। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে মাসুম বিল্লাহ (৩৭) নামে একজন পালিয়ে গেছে বলে জানিয়েছে ডিবি।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ পরিদর্শক আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের আমলাপাড়া এলাকার রাজিয়া মঞ্জিলের সামনে থেকে মো. মামুন উর রশিদ, মো. সফিক ওরফে সাব্বির, মো. তাজুল ইসলাম ওরফে বাবুকে ১১০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়েছে। এসময় মাসুম বিল্লাহ নামে একজন কৌশলে পালিয়ে গেছে। তাকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

add-content

আরও খবর

পঠিত