আমরা কখনোই ভাংচুর এবং জ্বালাও-পুড়াও সমর্থন করিনা : শ্রমিক নেতা পলাশ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (নিজস্ব সংবাদ দাতা) : জাতীয় শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ পলাশ বলেছেন, আমরা শ্রমিক নেতারাও কখনো হামলা-ভাংচুর এবং জ্বালাও-পুড়াও সমর্থন করিনা। যারা এ ঘটনাগুলি ঘটিয়েছে তারা অপরাধ করেছে। তবে শ্রমিকদের বিষয়বস্তু ও দাবিগুলোও মালিকের নজর রাখতে হবে। ওই প্রতিষ্ঠানে কিন্তু কোন ট্রেড ইউনিয়ণ নাই। ট্রেড ইউনিয়নের ব্যবস্থা করুন। শ্রমিকদের রুজি এখন বন্ধ হয়ে গেছে। যারা অপরাধী তাদের জন্য তো অন্য নিরাপরাধ শ্রমিকদের বেতন বন্ধ রাখাটাও ঠিক নয়। আমি অনুরোধ করবো যাতে করে খুব শিঘ্রই প্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে তাদের বেতনও পূর্নবহাল রাখা হয়। রবিবার (২৫ অক্টোবর) বেলা আড়াইটায় বিকেএমইএ প্রধান কার্যালয়ে মাইক্রোফাইবার গ্রুপের চলমান পরিস্থিতির নিরসনকল্পে এক সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।

অনুরোধের প্রেক্ষিতে মাইক্রোফাইবার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সামসুজ্জামান বলেন,  আমি এখানে ফ্যাক্টরি আর চালাবো না বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে সেলিম ওসমান সাহেবের অনুরোধে ফ্যাক্টরি খুলতে আমরা রাজি আছি। তবে এ ঘটনার জড়িত সন্দেহভাজন ২৫৪জনকে অন্তর্ভুক্ত করা যাবেনা। পূজোর বন্ধের পরেই কারখানাগুলো খোলে দেয়া হবে। তাছাড়া সাধারণ অন্যান্য শ্রমিকদের বেতনও পূর্ণবহাল রাখা হবে।

আলোচনাকালে সমন্বয় সভায় তৈরি পোশাক প্রস্তুতকারি প্রতিষ্ঠান মাইক্রোফাইবার গ্রুপের দুই কারখানা লিবার্টি নীটওয়্যার ও মিডল্যান্ড নীটওয়্যার আগামী ২৭ অক্টোবরের মধ্যে খুলে দেয়া ও কারখানা ভাংচুরের ঘটনায় অভিযুক্ত ২৫২ জনের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি কারখানা বন্ধকালীন সময়ে ৩৮০০ শ্রমিকের বেতন-ভাতা কিভাবে দেয়া হবে সে বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবার নির্দেশ দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ শিল্প পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, শ্রম কল্যান অধিদপ্তরের ডিজি সওমেন বড়ুয়া, ওমর ফারুক,  বিকেএমইএ এর সহসভাপতি (অর্থ) মোর্শেদ সারোয়ার সোহেল, বিকেএমইএ এর পরিচালক মনসুর আহমেদ, শামীম ইয়াসিন, জাতীয় শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ পলাশ, মাইক্রোফাইবার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সামসুজ্জমান, ইউনাইটেড গার্মেন্টস ওয়ার্কাস পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক বিপ্লব আহমেদ রাজু সহ উল্লেখিত কারখানার প্রতিনিধি ও শ্রমিক প্রতিনিধিরা।

add-content

আরও খবর

পঠিত