নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সায়েম বলেছেন, আমরা বিশ্বাস করি আন্দোলন সংগ্রাম ছাড়া এই সরকারের পতন ঘটানো কখনোই সম্ভব হবে না। গণতন্ত্র ফিরে পাবে না এদেশের সাধারন মানুষ শুধুমাত্র আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তির মাধ্যমে। আমাদের উপর অনেক অত্যাচার জুলুম আর নির্যাতন করা হয়েছে পাশাপাশি আমাদের নামে অজস্র মিথ্যা মামলা করা হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) বিকাল ৩টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের পশ্চিম পাশে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপিও অঙ্গ সংগঠনের আয়োজনে সমাবেশে অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, যতদিন পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি না হতে ঠিক ততদিন আমরা আমাদের গণতন্ত্র রস্খার সকল আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবো।আমাদের মা বেগম খালেদা জিয়াকে ইনশাল্লাহ মুক্তি করে আনবো আমরা। আজকের এই সমাবশে থেকে সরকারের সর্বোচ্চ আদালতের নিকট আমদের দাবি থাকবে আগাসী ২৫ নভেম্বর দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন দেশের সাধারন মানুষদের গলতন্ত্র ফিরিয়ে দিন।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ খন্দকার জাফরের সভাপতিত্বে উক্ত বিক্ষোভ সমাবেশে এ সময় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল, , ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি, জাসাসের সভাপতি জাকির হোসেন, তাঁতী দলের সভাপতি শুক্কুর মাহমুদ, উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলনেতা আ.আলিম, নাসির উদ্দিন, শাহ আলম, নুরুল ইসলাম, নয়ন, রাজিব, কামু, ফতুল্লা থানা জাতীয়তাবাদী দল ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মী সহ প্রমূখ।