নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( মো. রাব্বী সরকার ) : শহর জুড়ে চোখ জুড়ানো আতশবাজি ও ফানুস উড়িয়ে ইংরেজি নতুন বছরকে বরণ করে নিয়েছে নারায়ণগঞ্জবাসী। ২০১৯ সালকে বিদায় জানিয়ে নতুন বছর ২০২০ কে স্বাগত জানাতেই এ জমকালো আতশবাজির আয়োজন করা হয়। কড়া নিরাপত্তায় বুধবার (০১ জানুয়ারি) রাত ১২টা ১ মিনিটে নারায়ণগঞ্জ শহরের আকাশে দেখা যায় আতশবাজি ও রঙ বেরঙের ফানুস। এ সময় হ্যাপি নিউ ইয়ার বলে নতুন বছরকে স্বাগত জানায় সব শ্রেণী-পেশার মানুষ।
এদিকে পাড়া মহল্লায় ও বিভিন্ন বাড়ির ছাদে ইংরেজি নববর্ষ উপলক্ষে আয়োজন করা হয়েছে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের। সাউন্ড সিস্টেমে গান ছেড়ে নেচে গেয়ে নতুন বছরকে স্বাগত জানাচ্ছেন তারা। বাড়ির ছাদে ছাদে ফানুস উড়ানো সহ ফুটানো হয়েঠে পটকা ও আতশবাজী। সবার প্রত্যাশা নতুন বছর সবার জন্য বয়ে আনবে নতুন কিছু আর বিস্তর সফলতা।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-২) শফিউল আজম বলেন, নতুন বছর উপলক্ষে শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নতুন বছর বা থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা নেই।