আজমেরী ওসমানের পক্ষে বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বিজয়ের ৪৭ বছর পূর্তি ও বিজয় দিবস উপলক্ষ্যে প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান তনয় আজমেরী ওসমানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়েছে। ১৬ই ডিসেম্বর রবিবার সকালে নারায়ণগঞ্জ শহরের চাষাড়াস্থ বিজয় স্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের এ আয়োজনে সমাজের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন অংশ নেয়।

আজমেরী ওসমানের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধাঞ্জলী জানায় প্রয়াত আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান দু:স্থ কল্যান ফাউন্ডেশন এর সভাপতি ও জাতীয় নীট ডাইং গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন এর উপদেষ্টা তরিকুল ইসলাম লিমন, নারায়ণগঞ্জ জেলা মিনিবাস শ্রমিক কর্মচারী ইউনিয়ন-৩৮১০, নারায়ণগঞ্জ জেলা ও দোকান প্রতিষ্ঠান শ্রমিক ইউনিয়ন-১০১৬, জাতীয় নীটিং ডাইং গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন-৪৩৯৩, অন্ধ কল্যান সংস্থা সহ বিভিন্ন সংগঠন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক পার্টির সভাপতি আবুল খায়ের ভূইয়া, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, শহর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল কাদির, মহানগর শ্রমিক পার্টির সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক মোস্তফা ভান্ডারী, মহানগর যুব সংহতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুব সংহতির সাবেক আহ্বায়ক মো.শরীফ হোসেন, নাসির, সুমন, জাতীয় ছাত্র সমাজের শাহ আলম সবুজ, রুপু, সোহাগ, আশিক সহ জাতীয় পার্টি ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

add-content

আরও খবর

পঠিত