আজমেরী ওসমানের পক্ষে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ঈদ উপহার

নারা্যণগঞ্জ বার্তা ২৪ : প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান তনয় আজমেরী ওসমানের পক্ষে জেলা বাস-মিনিবাস শ্রমিক কর্মচারী ইউনিয়নের ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রবিবার (২৪ মে) সকালে ১নং টার্মিনাল গেইট এলাকাস্থ সংগঠনটির কার্যালয়ে এ কর্মসূচী পালন করা হয়্। এসময় ক‌রোনা প্রাদুর্ভা‌বে কর্মহীণ হ‌য়ে পড়া অসহায় চালক ও শ্রমিকদের মাঝে ২শত প্যা‌কেট ‌নিত্য  প্র‌য়োজনীয় দ্রব্যাদি দেয়া হয়। যেখা‌নে প্র‌তি‌টি প্যা‌কে‌টে র‌য়ে‌ছে, চাল, ডাল, তেল, আলু,চিনি, সেমাই।

এসময় উপস্থিত ছিলেন,  নারায়ণগঞ্জ  জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আবু তাহের, সাধারণ সম্পাদক মোস্তফা ভান্ডারী, কোষাধ্যক্ষ মো. মোস্তফা মিয়া প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত