নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ নাসিম ওসমান ছেলে আজমেরী ওসমানের সুনাম ক্ষুন্ন করার লক্ষ্যে একটি কুচক্রিমহল শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি করছে অভিযোগ তুলে সাধারণ ডায়েরি করা হয়েছে। ২৬ ডিসেম্বর মধ্যরাতে আজমেরী ওসমানের পক্ষে নারায়ণগঞ্জ দোকান ও প্রতিষ্ঠান কমর্চারী ইউনিয়ন এর সভাপতি মো. মোজ্জাম্মেল হক বাদী হয়ে সদর মডেল থানায় ডায়েরি করেন।
ডায়েরি সূত্র জানা গেছে, একটি কুচক্র মহল শহরের বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠান ও কল কারখানায় চাঁদাবাজি করে আসছে এতে আজমেরী ওসমানের সম্মানহানি, সুনামক্ষুন্ন ও হেয়প্রতিপন্ন হচ্ছে। বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীর নজর রাখার জন্য অনুরোধ করা হয়।
সদর মডেল থানা পরিদর্শক (অপারেশন) মো. আব্দুল হাই জানান, আজমেরী ওসমানের পক্ষে একটি সাধারণ ডায়েরি পেয়েছি। তদন্ত করে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, সম্প্রতি আজমেরী ওসমানের নাম ভাঙ্গিয়ে কাউন্সিলর রুহুল আমিন মোল্লার কাছ থেকে চাঁদাবাজি করার অভিযোগে আবু তাহের নামে এক প্রতারককে গ্রেফতার করে র্যাব। এর আগে আজমেরী ওসমানের নামে বন্দরে পোশাক তৈরি কারখানার এক ম্যানেজারের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে সোনারগাঁ পৌরসভার সাবেক কাউন্সিলর লায়ন মোশারফ হোসেনকে গ্রেফতার করে পুলিশ।
এছাড়াও অতিসম্প্রতি সদর উপজেলার সৈয়দপুর এলাকায় জিএমসি নামে একটি মাঠ দখলে নিয়ে নিয়েছে একটি চক্র। তারা ওই জমির আশপাশের সিসি টিভি ক্যামেরা ভাংচুরসহ ব্যাপক তাণ্ডব চালায়। সেখানেও আজমেরী ওসমানের নাম ব্যবহার করা হয়েছে।
পরে ২৫ ডিসেম্বর এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নসহ কয়েকটি সংগঠন। এর নেতৃবৃন্দ দাবি করেন, আজমেরী ওসমান কখনোই সন্ত্রাস চাঁদাবাজি প্রশ্রয় দেননা। তার নাম করে যারা জমি দখল করতে গিয়েছিলো তারা আজমেরী ওসমানের লোক নয়। এ ব্যাপারে তিনি কিছুই জানেন না।