আকরামের সংবাদ সম্মেলন শেষে নাগরিক ঐক্যের ২ নেতা আটক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী এসএম আকরামের সংবাদ সম্মেলন শেষে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক শহিদুল্লাহ কায়সার ও নাগরিক ঐক্যের কেন্দ্রী নেতা ডা. জাহিদুর রহমানকে আটক করেছে পুলিশ। বুধবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টায় নগরীর থানা পুকুরপাড় এলাকায় নিজ নির্বাচনী কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।

ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী এসএম আকরাম বলেন, আটককৃত দুই নেতার বিরুদ্ধে কোন মামরা নেই। তারা ঢাকা থেকে এসেছেন। সংবাদসম্মেলন করে নিচে নামার পরপরই তাদের দুইজনকে আটক করে নিয়ে যায় পুলিশ। এই মুহুর্তে এসএম আকরাম থানায় অবস্থান করছেন।

add-content

আরও খবর

পঠিত