নারায়ণগঞ্জ বার্তা ২৪ : পূণরায় আওয়ামী লীগ সরকার নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জানুয়ারি) বাদ যোহর আল্লামা ইকবাল রোড মসজিদ সংলগ্ন এ আয়োজন করা হয়।
এছাড়াও নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে শামীম ওসমান এবং নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে সেলিম ওসমান বিপুল ভোটে বিজয়ী হওয়ায় তাদের জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল্লাহ। পরিশেষে উপস্থিতি ব্যাক্তিদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ লুৎফর রহমান, নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহ ফয়েজউল্লাহ ফয়েজ, এলাকার মুরুব্বি মো.কামরুজ্জামান বাদশা, বাদল, কাজল ইসলাম, তাইজুল ইসলাম জুয়েল, সাগর, ফয়সাল, সোহেল, আমির, রফিক, আলী ও স্থানীয়রা।