আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর লক্ষ্যে ছেলেধরা গুজব: এসপি হারুন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ বলেছেন, আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর লক্ষ্যে ছেলেধরা গুজব ছড়ানো হচ্ছে। ইতোমধ্যে যারা গুজব ছড়িয়ে আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করছেন তাদের মধ্যে কিছু কিছু ব্যক্তি আমরা চিহ্নিত করেছি। এছাড়াও সিদ্ধিরগঞ্জে ঘটে যাওয়া পরপর দুটি ঘটনায় এ পর্যন্ত ১৪ জনকে আটক করা হয়েছে। রবিবার (২১ জুলাই) দুপুর ১২ টার দিকে চাষাড়া শহীদ মিনারে ছেলেধরা গুজব সম্পর্কে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ছেলেধরা সন্দেহে কেউ নিজ হাতে আইন তুলে নিবেন না। যদি কাউকে ছেলেধরা সন্দেহ হয় তাহলে পুলিশকে খবর দিন। পুলিশ যাচাই বাছাই করে ব্যবস্থা নিবে।

তিনি আরো বলেন, সিদ্ধিরগঞ্জে যে ছেলেটিকে ছেলেধরা সন্দেহে পিটিয়ে মারা হয়েছে সে বাকপ্রতিবন্ধী ছিলো। সে ছেলেধরা ছিলো না। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। এরপর আরেক নারীকে একই অভিযোগে মারধর করা হয়েছে। ওই ঘটনায়ও মামলা হয়েছে। এছাড়া ফতুল্লা যে ব্যবসায়ীকে ছেলেধরা সন্দেহে পেটানো হয়েছে এ ঘটনায়ও ব্যবস্থা নেওয়া হবে।

হারুন বলেন, কিছু কিছু জনপ্রতিনিধিও এই গুজবে জড়িয়ে যাচ্ছে। আমি অনুরোধ করবো আপনারা গুজবে জড়াবেন না। নিজেরাও সতর্ক থাকুন অন্যদেরকেও এ ব্যাপারে সতর্ক করুন। ছেলেধরা গুজব থেকে সতর্ক করার জন্য আমরা বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে মাইকিং করেছি।

add-content

আরও খবর

পঠিত