নারায়ণগঞ্জ বার্তা ২৪ : জার্মানীর রাজধানী মিউনিখে অনুষ্ঠিতব্য আইএসএসএফ ওয়ার্ল্ড কাপ শ্যূটিং প্রতিযোগিতায় বাংলাদেশ জাতীয় শ্যূটিং দলের ৯জন শ্যূটারের মধ্যে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের শ্যূটার রবিউল ইসলাম টমাস অংশ নিচ্ছে। রবিউল ইসলাম টমাস ১০ মিটার এয়ার রাইফেল পুরুষ ইভেন্টে অংশ গ্রহণ করছে। শুক্রবার (২৪ মে) সকালে শ্যূটিং দল জার্মানীর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছে।
নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সভাপতি রাব্বী মিয়া, সাধারণ সম্পাদক খালেদ হায়দার খান কাজল, যুগ্ম সম্পাদক ফারুক বিন ইউসুফ পাপ্পু, মোরশেদ সারোয়ার সোহেল, শ্যূটিং সম্পাদক কাজী ইমরুল কায়েস,শ্যূটিং কমিটির আহবায়ক আমিনুর রশিদ বাংলাদেশ শ্যূটিং দলের সাফল্য কামনা করেছেন।