অর্ধশত চলচ্চিত্রের অভিনেতা শহীদুল্লাহর শয্যাপাশে সাংস্কৃতিককর্মীরা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্ধু নাট্য গোষ্ঠী এর প্রতিষ্ঠাতা অসুস্থ্য চলচ্চিত্রাভিনেতা শহীদুল্লাহকে দেখতে গেলেন বন্দর উপজেলা শিল্পকলা একাডেমী এর নির্বাচনের মাহমুদ-ওবায়েদ-সেন্টু পরিষদের নেতৃবৃন্দ। সোমবার বিকেলে মো. শহীদুল্লাহর ফরাজীকান্দাস্থ বাস ভবনে গিয়ে তাকে দেখতে যান। তারা শহীদুল্লাহ মিয়ার শারীরিক খোঁজ-খবর নেন। শিল্পীদের কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রবীণ এ অভিনেতা। তিনি সকলের কাছে দোয়া প্রার্থণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা শিল্পকলা একাডেমী’র কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি প্রার্থী কন্ঠশিল্পী এ্যাডভোকেট মাহমুদা আক্তার, অংকুর থিয়েটারের প্রতিষ্ঠাতা দক্ষ নাট্য পরিচালক মো. ওবায়েদউল্লাহ,সাধারণ সম্পাদক প্রার্থী টিভি নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা সাব্বির আহমেদ সেন্টু, যুগ্ম সম্পাদক প্রার্থী পপুলার শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সুরকার ও গীতিকার সাইফুল্লাহ মাহমুদ টিটু, রংধনু শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি মফিজুর রহমান মফিজ, কার্যকরি সদস্য প্রার্থী সাহিত্য বিকাশ আন্দোলনের প্রতিষ্ঠাতা কথা সাহিত্যিক রইস মুকুল, রেফারেন্স সংগীত বিদ্যালয়ের অধ্যক্ষ সরকার গীতিকার ও পরিচালক মিতু মোর্শেদ, অংকুর থিয়েটারের সভাপতি ও শক্তিমান অভিনেতা মো. ফজলুল করিম, বসুন্ধরা নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক নাট্যাভিনেতা মো. সেলিম ও রিমঝিম সাংস্কৃতিক একাডেমীর অধ্যক্ষ নৃত্য পরিচালক রোকসানা আক্তার সামিয়া, বন্দর উপজেলা শিল্পকলা একাডেমী’র সদস্য মনসুর সাদেক আজাদ প্রমুুখ।

শিল্পীদের সঙ্গে আলাপচারিতার এক পর্যায়ে শহীদুল্লাহ মিয়া বলেন, বন্দর উপজেলা শিল্পকলা একাডেমী বাড়ির পাশে থাকার পরও আমাদেরকে সদস্য বানানো হয়নি এটা সত্যিই দু:খজনক। জীবনের শেষ বয়সে এসে সম্মানটুকুও পাওয়া হচ্ছেনা।

উল্লেখ্য, মো. শহীদুল্লাহ প্রায় অর্ধ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন। তার অভিনয়কৃত চলচ্চিত্রের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মোস্তফা মাহমুদের মনিহার, দেওয়ান নজরুলের আসামী হাজির, গোলা বারুদ, দোস্ত দুশমন, নিনজা প্রভূতি।

add-content

আরও খবর

পঠিত