নারায়ণগঞ্জ বার্তা ২৪ (স্টাফ রিপোর্টার) : প্রাণঘাতি নোবেল করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় গৃহবন্দি হতদরিদ্র অসহায় দিনমজুর পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন অনবিট সমাজ কল্যাণ সংস্থা। শনিবার (২৫ই এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জ বাতানপাড়া(ক্যানেলপাড়) ১নং ওয়ার্ড এলাকায় অরবিট সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বেকার হতদরিদ্র অসহায় দিনমজুর ১৫০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার সামগ্রী বিতরণকালে সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদ রাসেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশন মোতাবেক পবিত্র রমজান মাসের প্রথম দিনে ১৫০ টি পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করেছি,আগামিকাল আরো ১০০-১৫০ পরিবারের মাঝে বিতরণ করবো।এ করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ রওশন আলী, বিশিষ্ট সমাজ সেবক হাজী মোঃ নওয়াব আলী, হাজী মোঃ ওলি উল্লাহ, হাজী মোঃ শুক্কুর আলী, হাজী মোঃ মফিজুল হক, অরবিট সমাজ কল্যান সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান খসরু, সহ-সাধারন সম্পাদক মোঃ আরিফ হোসেন, মোঃ খলিলুর রহমান ও মোঃ রনি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।