নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অবশেষে আওয়ামী লীগ পন্থী মোহসীন-মাহবুব প্যানেল জয়ী হয়েছেন। বুধবার (২৯ জানুয়ারি) রাত ৮টার দিকে প্রধান নির্বাচন কমিশন ভোটের ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশ থেকে প্রকাশিত ভোটের ফলাফলে দেখা গেছে, আওয়ামী লীগ পন্থী আইনজীবী প্যানেলের সভাপতি প্রার্থী অ্যাড. মোহসীন মিয়া পেয়েছেন ৬শ ২২ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. হুমায়ূন পেয়েছেন ৫ ভোট। এছাড়ারও আওয়ামী পন্থী আইনজীবী প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী মাহবুবুর রহমান পেয়েছেন ৫শ ৯৪ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি একে আজাদ জাকির পেয়েছেন ২৩ ভোট।
নির্বাচনের আগের দিন মঙ্গলবার ভোটগ্রহণের স্থান পরিবর্তন, নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জ্ঞাপনসহ স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট বর্জন করেন বিএনপি পন্থী আইনজীবীরা। একই সাথে এদিন নির্বাচন কমিশন বাতিল করে পুনরায় তফসিল ঘোষণার দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার আখতার হোসেনের কুশপুত্তলিকা দাহসহ বিক্ষোভও করেছেন তারা।