নারাণগঞ্জ বার্তা ২৪ : প্রয়াত সাংসদ পুত্র আজমেরী ওসমানকে নিয়ে একটি কুচক্রীমহল অপপ্রচার চালাচ্ছে দাবী করে তার ফেসবুক পেইজে পোস্ট দেয়া হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোরে তার নামে ব্যবহৃত ওই পেজটিতে তিনি তার বক্তব্য তুলে ধরেন। যেখানে তিনি তার পিতার কিছু স্মৃতিচারণ করেন ও নিজের অবস্থান পরিস্কার করেন।
ফেসবুক পেইজে পোস্টটিতে উল্লেখ করেন, নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনে চারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য প্রয়াত বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম নাসিম ওসমান ছিলেন গণমানুষেষর নেতা। গরীব-দুঃখী ও মেহনতি মানুষের প্রাণ। এরই ধারাবাহিকতায় পিতার আদর্শকে ধারণ করে দুঃস্থ, অসহায় সর্বসাধারণের পাশে থেকে কাজ করে যাচ্ছে তারই একমাত্র পুত্র আজমেরী ওসমান। সেই সুবাধে সরাসরি কোন রাজনীতির সাথে সম্পৃক্ত না হলেও সমাজ সেবামূলক বিভিন্ন কাজে আপমর জনতার ভালবাসায় সুনাম ও জনপ্রিয়তা অর্জন করেছে। সম্প্রতি একটি মহল এ সুনাম ক্ষুণ্ন করার লক্ষে অপপ্রচার চালাচ্ছে। যা সম্পূর্ণ ভিত্তিহীন।
আরও উল্লেখ করা হয়, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ( প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের পুত্র আজমেরী ওসমানের ফ্ল্যাটে ব্লক রেইড চালিয়েছে পুলিশ। এসময় আজমেরী ওসমানের দুই সহযোগিকে আটক করা হয়েছে। ) এমন তথ্যে কেউ বিভ্রান্ত না হওয়ার জন্য বলা হচ্ছে।আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। প্রকৃতপক্ষে পুলিশ তাদের কাজের স্বার্থে কাজ করছে। এতে সাধুবাদ জানানো আমাদের কর্তব্য।
কিন্তু যতদূর জানা গিয়েছে যাদেরকে আজমেরী ওসমানের সহযোগী বলা হচ্ছে তারা আসলে জাতীয় পার্টির অঙ্গসংগঠন জাতীয় ছাত্র সমাজের জেলা নেতৃত্ব দেয়। তাদের যে বিষয়ে অভিযুক্ত করা হয়েছে, সে বিষয়ে আজমেরী ওসমান অবগত নয়। কারণ আজমেরী ওসমান কখনো কোন মাদক কারবারি, চাঁদাবাজ, সন্ত্রাসীদের প্রশ্রয় দেয়না।
যারাই এধরনের কাজ করেছেন তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হয়েছে।অতীতে এগুলো সকলেই দেখেছেন ও বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিক ভাইয়েরা প্রকাশ করেছেন। তাই একটি কুচক্রিমহল যে অপপ্রচার করছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ভবিষ্যতে এসব কর্মকাণ্ড কেউ করলে আমরা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবো।
প্রসঙ্গত, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানা, ফতুল্লা মডেল থানা ও ডিবি পুলিশের সদস্যরা আল্লামা ইকবাল রোডের দেওয়ান মঞ্জিলে অভিযান চালায়। এদিকে জনৈক বাচ্চু’র অভিযোগে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতরা হলেন জাতীয় ছাত্রসমাজের জেলা আহবায়ক মো. শাহাদাৎ হোসেন রুপু (৩২) ও গলাচিপার ডিএন রোডের মোখলেসুর রহমান (৩৫)।