অবশেষে চাষাঢ়ায় নির্মাণ হচ্ছে ফুটওভার ব্রীজ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : অবশেষে নগরবাসীর দীর্ঘ দিনের দাবী চাষাড়ায় ফুট ফুটওভার ব্রীজ নির্মাণ করতে যাচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। এ লক্ষ্যে সিটি মেয়র ডা: সেলিনা হায়াত আইভী ৩০ জুলাই মঙ্গলবার নাসিকের মাসিক সভায় প্রকৌশলীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, মঙ্গলবার অনুষ্ঠিত নাসিকের মাসিক সভায় আমি চাষাঢ়ায় ফুটওভার ব্রীজ তৈরীর বিষয়টি উত্থাপন করলে নাসিক মেয়র ডা: সেলিনা হায়াত আইভী চাষাঢ়ার বিজয়স্তম্ভ ঠিক রেখে ফুটওভার ব্রীজ নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রকৌশলীকে নির্দেশ প্রদান করেছেন।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ পয়েন্ট চাষাঢ়াসহ শহরে ফুটওভার ব্রীজ নির্মাণের দাবী বহু পুরানো। এটি নির্মাণের দায়িত্বে থাকা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বেশ কয়েকবার উদ্যোগ নিলেও বাস্তবে তা আর আলোর মুখ দেখছিলো না। ফলে এখানকার ব্যস্ত সড়কগুলোতে ঝুঁকি নিয়েই চলতে হচ্ছে পথচারীদের আর প্রায়ই ঘটছে নানা দুর্ঘটনা। কিন্তু নাসিকের উদাসীনতায় অতীব জরুরী এই সেবাটুকু পাচ্ছিলো না নগরবাসী।

নারায়ণগঞ্জ শহরবাসীর প্রাণের দাবী চাষাড়ায় ফুটওভার ব্রীজ নির্মাণের স্বপ্ন পূরণ না হওয়ায় চাষাঢ়া থেকে নিতাইগঞ্জ, চাষাঢ়া হতে পঞ্চবটি, চাষাঢ়া হতে খানপুর হাসপাতাল ও চাষাঢ়া হতে বিশ্বরোড সড়কগুলোতে ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে নগরবাসীকে। শিল্প নগরী নারায়ণগঞ্জের ব্যস্ততম বিবি রোডের চাষাড়ায় ফুট ওভার ব্রীজ নির্মাণের দাবী দীর্ঘ দিনের।

add-content

আরও খবর

পঠিত