অপপ্রচা‌রের বিরুদ্ধে মা‌নিক মিয়ার নিন্দা জ্ঞাপন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : কয়েক‌টি গণমাধ্য‌মে মা‌নিক মিয়ার বিরু‌দ্ধে ভুল তথ্য দি‌য়ে অপপ্রচার করা হ‌য়ে‌ছে ব‌লে তি‌নি দাবী ক‌রে‌ছেন। এছাড়াও ক‌তিপয় ব্য‌ক্তির এ‌হেন কর্মকান্ডে তীব্র নিন্দা জ্ঞাপন ক‌রে‌ছেন মো.মানিক মিয়া। ৩০ ডি‌সেম্বর সোমবার বিকা‌লে এক বিবৃ‌তি‌তে তি‌নি এসব কথা জানান।

তি‌নি আ‌রো ব‌লেন, অনিয়ম ও প্রতারণার কারণ ‌দেখি‌য়ে যারা এ ধর‌ণের কাজ করেছে প্রকৃত প‌ক্ষে আ‌মি তা‌দের চা‌হিদা পূর‌ণে ব্যর্থ হওয়ায় এ কৌশল অবলম্বন করে‌ছেন। আ‌মি তা‌দের স্পষ্টভা‌বে বল‌তে চাই ভ‌বিষ্য‌তে এমন অপপ্রচার হ‌লে আ‌মি ক‌ঠোর ব্যবস্থা নি‌তে বাধ্য হব।

add-content

আরও খবর

পঠিত