নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লায় অজ্ঞাত তরুণীকে গণধর্ষন ও হত্যা বিরুদ্ধে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার (১১ ফেব্রুয়ারি) সকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মহাসিন এর আদালতে আসামীদের হাজির করে পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন করে। পরে আদালতের শুনানী শেষে তাদের প্রত্যেকে ১দিন করে রিমান্ড মঞ্জুর করেন ।
রিমান্ড প্রাপ্ত আসামীরা হলো, ফতুল্লার মুসলিম নগর এলাকার আমিনুর ইসলামের ছেলে সাগর, শরিয়তপুর জেলার নড়িয়া থানার কান্দাপাড়া এলাকার নুরুজ্জামানের ছেলে রাসেল, দেওভোগ এলাকার রিযাজ মিযার ছেলে অনিক ও মাদারীপুর জেলার কালকিনি থানার আবু জাফরের ছেলে অহিদ। মামলার তদন্তকারী পুলিশ পরিদর্শক (আইসিপি) গোলাম মোস্তফা বলেন, প্রাথমিক তদন্ত রিপোর্টে মেয়েটি মানসিক প্রতিবন্ধি ছিলো ।
প্রসঙ্গত, গত ৯ জানুয়ারি ফতুল্লার ভোলাইল এলাকার একটি পরিত্যক্ত জায়গা থেকে মানসিক ওই তরুণীর লাশ উদ্ধার করে ফতুল্লা মডেল থানা পুলিশ। প্রাথমিকভাবে ধারনা করা হয়েছিল তরুণীকে শ্বাসরুদ্ধ বরে হত্যা করে ফেলে রেখে যায় দূর্বৃত্তরা।