★ প্রেমের বর ★ ( কবিতা )

★ প্রেমের বর ★ ( কবিতা )

আবু নাসির

নারায়ণগঞ্জ বার্তা : কহিলেন প্রেমময় বলো কার প্রেম চাই

প্রেমের কাতারে তোমরা এসো সবাই

লোভী প্রেমের দল সব কাতারে দাঁড়ালো

কেহ পেলো প্রেম কেহ খালি হাতে গেলো।

সে হলো বঞ্চিত যার নিয়ত খারাপ ছিলো

স্বচ্ছ নিয়তের প্রেমিক প্রেম হাতে পেলো।

প্রেম পেয়ে প্রেমিক জনা হাতে পেলো রতন

প্রেমের সাধনা করে বসে নির্জন।

প্রেম চেয়ে যারা হলো প্রেম বঞ্চিত

আসলে প্রেমে তারা ছিলো না কাঙ্খিত।

প্রেম পেলে করতো তারা প্রেমকে অপমান

প্রেমের নামে গেয়ে বেড়াতো প্রেম কলঙ্কের গান।

প্রেমময় প্রভু তাদের খারাপ নিয়ত বুঝে

প্রেম বিতাড়িত হয়ে রত শয়তানের ভজে।

আজীবন কাজ তাদের প্রেম কলঙ্ক করা

অপকর্ম করে করছে কলুষিত ধরা।

সহি প্রেমের সাধক যারা স্বচ্ছ তাদের হৃদয়

তারা আঁধার ধরার মাঝে প্রেমের আলো ছড়ায়। 

প্রেম সত্যি প্রেম শক্তি প্রেম অবিনশ্বর

আমায় দাও হে প্রভু তোমার প্রেমের বর।।

add-content

আরও খবর

পঠিত