★ পান খেয়েছি ★ ( ছড়া )

★ পান খেয়েছি ★ ( ছড়া )  

ইয়াসমিন জুঁই

নারায়ণগঞ্জ বার্তা : পান খেয়েছি পান

বের হয়ে যায় প্রাণ,

জর্দা খেয়ে পাক লেগেছে

বিদঘুটে এক ঘ্রাণ।

চুন লাগেনি চুন

হয়নি যেন নুন,

পানসে পানের রস গিলেছি

হুঁশ খেয়ে যায় ঘুণ।

লাল হয়েছে লাল

জিভের সাথে গাল,

একখিলি পান গালে পুরে

সামলানো দায় টাল!

ঘাম ঝরে রে ঘাম

কাঁপছে গায়ের চাম,

শিরদাঁড়াতে বিজলি ছোটে

ওঠল পানের দাম।

add-content

আরও খবর

পঠিত