★ নদী ও মানুষ ★ ( কবিতা )

★ নদী ও মানুষ ★ ( কবিতা )

আবু নাসির

 

নারায়ণগঞ্জ বার্তা : এই নদীর একদা যৌবন ছিলো

ছিলো টলমল স্বচ্ছ জল এর জল সবাই পান করতো

অবগাহন করে হতো কোমল।

আজ সে সব হারিয়েছে কার পাপে

মানুষ এখন ঘর হারা এর অভিশাপে।

এমন কঠিন ছিলো না নদী

কোন দিন মানুষ গ্রহণ করতো স্বাদ এর খেয়ে মীন।

কোথায় হারালো মোদের সে সুখ

কোথায় হারালো নদীর গতি

মানুষ হারালো প্রকৃতির সুখ

নদী হারালো তার সুখের মতি।

add-content

আরও খবর

পঠিত