★ খাদক ★ ( কবিতা )

★ খাদক ★ ( কবিতা )

মেহেদী ইকবাল

নারায়ণগঞ্জ বার্তা : প্রচলিত খাবারে আর আগ্রহ নেই তার

ভাত মাংস ছেড়েছে কবে পোলাও কিংবা বিরিয়ানি

বৈশাখে পান্তা ইলিশ বৃষ্টিতে খিচূড়ী ভূনা

এসব খাবার রেখে তার চাই সবুজ বনানী,

শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া নদী

তার চাই খেলার মাঠ,

ঘাসের নরম ডগা উড়ে যাওয়া পরিযায়ী পাখি

স্কুলে যাওয়ার সরু গলিটিও তার চাই,

তার চাই রবীন্দ্রনাথ

নজরুলের অমর পংক্তিগুলো তার চাই

তার চাই ইতিহাস,

বঙ্গবন্ধু, মাষ্টার দা, ক্ষুদিরাম !

শতবর্ষী যে গাছটির নীচে বসে আমরা খানিকটা জিরোতাম

সে নির্বিকার ফেলছে খেয়ে সে গাছটির ছায়া !

তার আর আগ্রহ নেই প্রচলিত খাবারে

সে এখন ফেলছে খেয়ে ভালোবাসা,

মূল্যবোধ, নীতি নৈতিকতা !

আমরা বিস্ময়ে দেখে যাচ্ছি তার খাওয়া

আমরা তার খাওয়া দেখছি আর নির্বোধের মতো দিচ্ছি হাততালি

আর মুখে বলছি বেশ বেশ !

এ কেমন ক্ষুধা ?

আমরা কিন্তু ভাবছি না একবারও

সে আসলে ফেলছে খেয়ে

লাখো শহীদের রক্তে অর্জিত আমাদের প্রিয়

বাংলাদেশ !

add-content

আরও খবর

পঠিত