★ফেব্রুয়ারির পাশে ফাগুন ★ ( কবিতা )

ফেব্রুয়ারির পাশে ফাগুন ( কবিতা )  

 মোহাম্মদ রবিউল আলম (টুকু)

নারায়ণগঞ্জ বার্তা   : অভাজনের প্রাণের দাবি বিশ্বসভার কাছে

ফাল্গুন মাসের স্বীকৃতি চাই ফেব্রুয়ারির পাশে।

বলতে পারো, ভিনদেশীরা ইংরেজি নাম বিনে

বাংলাদেশের ফাল্গুন মাসকে কজনেই বা চিনে ?

বলছি শোনো, ঘাবড়িও না, সাহস রাখো মনে,

বিশ্ববাসীর মন কেড়েছে বাংলা সুন্দর বনে।

বাংলাদেশকেও বাংলা নামেই চেনে সারা বিশ্ব,

তার জন্যে তো হয়নি সাজতে পরভাষার শিষ্য !

কুয়াকাটা, টাঙ্গোয়ার বিল, মাধবকুন্ডের ঝর্ণা

বিশ্বের বুকে স্থান লভিতে ধরেনি কারো ধর্ণা।

বাংলাদেশের নববর্ষের মঙ্গল শোভাযাত্রা

কেমন করে পড়ল মাথায় বিশ্ব-ঐতিহ্যের মাত্রা ?

ফেব্রুয়ারির পাশে যদি ফাল্গুন এসে বসে,

মান কোনোটার কমবে নাকো বলছি হিসেব কষে।

অভাজনের মনের আশা ফেব্রুয়ারির একুশ

সত্যি একদিন পরবে মুখে আট ফাল্গুনের মুখোশ।

add-content

আরও খবর

পঠিত