সৌদি আরবে ২০ই জুলাই ঈদ-উল-আযহা, ১৯ই জুলাই পবিত্র হজ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি, সে হিসাবে আগামীকাল ১১ই জুলাই রবিবার জিলহজ মাস শুরু হবে। আর দেশটিতে ঈদুল আযহা উদযাপিত হবে আগামী ২০ই জুলাই মঙ্গলবার। ৯ই জুলাই শুক্রবার  সৌদির সুপ্রিম কোর্ট এ তথ্য জানিয়েছে।

দেশটির সুপ্রিম কোর্ট জানায়, ১০ই জুলাই হবে সৌদিতে জিলকদ মাসের শেষ দিন। সে অনুযায়ী আগামী ২০ই জুলাই মঙ্গলবার অর্থাৎ জিলহজ মাসের দশম দিন সৌদি আরবে ঈদুল আযহা উদযাপিত হবে। আর ১৯ জুলাই হবে আরাফাতের দিন।

গালফ নিউজ জানায়, বিশ্বের মুসলমানরা প্রতি বছর জিলহজ মাসে হজ পালন করে থাকেন। এর অংশ হিসেবে জিলহজ মাসের দশম দিন ঈদুল আযহা উদযাপিত হয়।

এর আগে সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশটির সকল মুসলিমকে চাঁদ দেখার আহ্বান জানায়। কেউ যদি দেশের কোথাও খালি চোখে অথবা টেলিস্কোপে চাঁদ দেখতে পান, তাহলে নিকটস্থ আদালতে জানানোর জন্য আদালতের পক্ষ থেকে আহ্বান জানানো হয়।

সুত্র : জাগো নিউজ।

add-content

আরও খবর

পঠিত