সোনারগাঁয়ে নমুনা পরীক্ষার শতভাগ করোনায় আক্রান্ত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১দিন পর আবারো শতভাগ করোনা রোগী সনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় ২২ জনের নমুনা পরীক্ষা করে ২২ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন আরো ১৯ জন। আজ ২৮ই জুলাই বুধবার দুপুরে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা এ তথ্য জানান।

তিনি জানান, বুধবার দুপুরে পাওয়া তথ্যনুযায়ী নমুনা পরীক্ষাই সবাই করোনায় আক্রান্ত। ২২ জনের করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করে ২২ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। যা নমুনা সংগ্রহের তুলনায় সনাক্তের হার ১০০% শতাংশ। সুস্থ হয়েছেন ১৯ জন। এ নিয়ে সোনারগাঁয়ে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮১৯ জন। মৃত্যুবরণ করেছেন ৪৭ জন ও সুস্থতা লাভ করেন ১৫১৬ জন।

গত ২৪ ঘন্টায় আক্রান্তরা সোনারগাঁও পৌরসভায় ৬ জন, পিরোজপুর ইউনিয়নে ৩ জন, সনমান্দি ইউনিয়নে ৪ জন, মোগরাপাড়া ইউনিয়নে ১ জন, কাঁচপুর ইউনিয়নে ৫ জন, শম্ভুপুরা ইউনিয়নে ২ জন ও বৈদ্যেরাবাজার ইউনিয়নে ১ জন।

add-content

আরও খবর

পঠিত