সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে মাস ব্যাপি মেলা শুরু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে আজ থেকে শুরু হচ্ছে মাস ব্যাপী লোকজ উৎসব ও কারুশিল্প মেলা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি হিসেবে থাকবেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা। এবারের মাসব্যাপী লোকজ উৎসবের মোট ব্যয় ধরা হয়েছে ৫০ লক্ষ টাকা। এ উপলক্ষে ফাউন্ডেশন মাঠে মেলাকে ঝাকজমক করে তুলতে চলছে কর্তৃপক্ষের ব্যপক প্রস্তুতি। এবারের মেলায় দেশীয় লোকজ কুটির শিল্পকে বেশী প্রধান্ন দেওয়া হবে। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন আয়োজনে ১৯তম লোকজ ও উৎসব। ইতিমধ্যেই জাদুঘর কর্তপক্ষ লটারীর মাধ্যমে স্টল বরাদ্ব, মেলার দোকান তৈরী, কারুশিল্প প্রদর্শনের জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রদর্শন স্টল, সৌন্দর্য বন্ধনের জন্য দেয়ার, ব্রিজে ও প্রশাসনিক ভবন গুলো নতুন রংঙ্গে। সাজানো হয়েছে রং বেরংঙ্গের বাতি দিয়ে গাছ ও প্রশাসনিক ভবন ও মেলা প্রাঙ্গণ। জানা গেছে, এবারের মেলায় ১৭২াট স্টল স্থান পাবে। এর মধ্যে কর্মরত কারু শিল্পীদের প্রদর্শনীতে অংশ নেবেন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা ৪৮জন কারুশিল্পী। এছাড়া মাসব্যাপী লোকজ উৎসবে বর্নাঢ্য লোকজ অনুষ্ঠানমালা পরিবেশিত হবে। এর মধ্যে থাকবে বাউলগান, পালাগান, কবিগান, ভাওয়াইয়া, ভাটিয়ালী, জারি, সারি, হাসন রাজা, লালন সংগীত, মাইজভান্ডারি গান, মুর্শেদী গানসহ বিভিন্ন লোকজ খেলাধুলা। এছাড়া ও জাদুঘরে আশা দর্শনাীদের জন্য প্রতিদিনই দেশের বিভিন্ন খ্যাতনামা বাউল শিল্পিদের পরিবেশনায় গান পরিবেশিত হবে এবং এদের থাকা খাওয়া বাবদ ব্যয় ধরা হয়েছে। তাছাড়া ও স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক গোষ্টির পরিবেশনায় পরিবেশন করা হবে লোক ও গ্রামীন নাটক। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের মহাপরিচালক কবি রবিন্দগোপ বলেন, মেলার প্রস্তুতি পুরোপুরি শেষ হয়েছে। যথা সময়ে আমরা মেলার উদ্ভোধনী অনুষ্ঠান শুরু করতে পারব বলে আশা করছি। তিনি আরো বলেন, স্থানীয় দেশীয় উৎপাদনকারী ও স্থানীয় উদ্যোক্তাকারীদের মেলায় অংশগ্রহন নিশ্চিত করা হচ্ছে। অন্যান্য বছরের তুলনায় এবার মেলা বেশী জমজমাট হবে বলে আশা করছেন সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রশাসন। তারা বলেন, ক্রেতা-দর্শনাথীদের সুবিধার্থে এই আয়োজনে নতুন অনেক কিছু সংযোজন করা হয়েছে। এবারের মেলায় সৌন্দর্য বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। এ ছাড়া মেলার প্রচার জোরদার করতে সোনারগাঁও ও ঢাকাসহ গুরুত্পূর্ণ স্থানে ডিজিটাল ব্যানার ও ফেস্টুন এবং বিভিন্ন জাতীয় দৈনিকে চটদার বিঞ্জাপন দেয়া হবে। মেলায় আশা দর্শনার্থীদের পূন্য নিরাপত্তা জন্য বসানো হয়েছে ৩০টি সিসি ক্যামেরা।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত