সোনারগাঁওয়ে অপহরনে ব্যর্থ হয়ে টাকা মোবাইল ছিনতাই

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দলদার গ্রামীন সড়কে ৯ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১০টার দিকে মোঃ হালিম (৩৫) (সুন্নতে খাৎনাকারী) নামে আজামকে মোবাইল ফোনে ডেকে নিয়ে মো. আলআমিন (২০), ইউসুফ (২৫), লাইনম্যান আনিছ (২৮) নামে ৪/৫ জনের একটি সন্ত্রাসীদল দেশীয় অস্ত্রের মুখে অপহরন করে সিএনজি উঠানোর সময় রাস্তায় চলাচলরত পথচারীরা উদ্ধার করে। এ সময় সন্ত্রাসীরা নগদ ১০ হাজার ও ১টি মোবাইল সেট ছিনিয়ে যায়।
এলাকাবাসী জানায়, উপজেলার পৌরসভার দৌলেরবাগ গ্রামের আবদুল বারেকের ছেলে মোঃ হালিমকে মোবাইল ফোনে সুন্নতে খাৎনা করাবে বলিয়া মোগরাপাড়া ইউনিয়নের দলদার গ্রামে শামিম ষ্টোর নামে দোকানে যেতে বলে। এ সময় মোঃ হালিম মোবাইল ফোনের ঠিকানায় শামিম ষ্টোরে গেলে জেলার সাদিপুর ইউণিয়নের নোয়াপুর গ্রামের মৃত মান্নানের ছেলে মো.আল আমিন, ইউসুফ, মোগরাপাড়া চৌরাস্তা ষ্ট্যান্ডের লাইনম্যান আনিছসহ ৪/৫ জন পূর্ব পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র নিয়ে উৎ পেতে থাকা সন্ত্রাসীরা জোর পূর্বক অপহরন করার জন্য সিএনজিতে উঠাতে টানা হেচরা শুরু করে। পথচারীরা এ দৃশ্য দেখে এগিয়ে আসলে সন্ত্রাসীরা নগদ ১০ হাজার টাকা ও (০১৮১৮১৬৭৬৮৯) নম্বরের ১টি সিমফনি মোবাইল সেট ছিনিয়ে নিয়ে সিএনজি যোগে সুলতান গিয়াস উদ্দিন রোডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দিকে পালিয়ে যায়।
এ ব্যপারে সোনারগাঁও থানার সেকেন্ড অফিসার সোহেব খানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে এখনো পর্যন্ত আমরা থানায় কোন অভিযোগ পাইনি।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত