সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পালিত হচ্ছে ঈদ উল ফিতর

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো আজ পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। করোনা মহামারির কারণে এইবারও সীমিত আয়োজনে চলছে উদযাপন।

সবচেয়ে বেশি মুসলিমের দেশ ইন্দোনেশিয়ার জাকার্তায় সকালে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তবে করোনার কারণে জাকার্তার ইশতিক-লাল গ্রান্ড মসজিদসহ অনেক জায়গায় ঈদের জামাত বাতিল হয়েছে। সীমিত পরিসরে ঈদ জামাত অনুষ্ঠিত হয় সৌদি আরবের দুই মসজিদ, মসজিদ আল হারাম এবং মসজিদে নববীতে।

আরব আমিরাতের দুবাই, আবুধাবিতে স্বাস্থ্যবিধি মেনে খোলা মাঠে ঈদের নামাজ আদায় করেন মুসুল্লিরা। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া ছাড়াও যুক্তরাজ্যসহ ইউরোপের দেশগুলোতেও আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর।

এর আগে ১১ই মে মঙ্গলবার সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার ঈদ উল ফিতর উদযাপনের ঘোষণা দেয় সৌদি সরকার। এছাড়া সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশেও আজ ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে।

এদিকে ঈদ উল ফিতরে দেশসহ বিশ্বের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ঈদের নামাজ আদায়সহ নানা আয়োজনের মধ্য দিয়ে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উল ফিতর উদযাপন করছেন মানুষ।

add-content

আরও খবর

পঠিত