সেতুর উপর দিয়ে পারাপার হচ্ছে বড় বড় জাহাজ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : পৃথিবীর মধ্যে সবচেয়ে চমৎকার আকর্ষনীয় এবং লম্বা পানির সেতুটি জার্মানে ম্যাগডিবাগ অঞ্চলে ইবলি নদীর উপর দিয়ে বানানো হয় । যা পানির সেতু শুনতে অদ্ভুত লাগলেও এই সেতু দিয়ে পারাপার হচ্ছে বড় বড় জাহাজ। ইবলি নদীতে বছর শেষে গ্রীষ্মকালে পানির পরিমান অনেক কমে যায়। যার ফলে বানিজ্যিক জাহাজ পারাপার করতে পারে না। আর সেই অসুবিধা দূরীকরনে এই সেতু নির্মাণ করা হয়। ২০০৩ সালে অক্টোবর মাসে এই সেতুটি উদ্ভোধন হয় । যদিও উনিশ শতকে প্রথম সেতুটি বানানো পরিকল্পনা হয়। কিন্তু ২টি বিশ্ব যুদ্ধ এবং স্নায়ূ যুদ্ধের কারনে সেই পরিকল্পনা বাস্তবায়নের মুখ দেখে ১৯৯৭ সালে। সেতুটির দৈর্ঘ্য-৯৯৮ মিটার যার মধ্যে ৬৯০ মিটার মাটির উপর আর ২২৮ মিটার পানির উপর, প্রস্ত-৩৪ মিটার, পানির গভিরতা- ৪.২৫ মিটার। সেতুটি নির্মাণে ৭০০ মিলিয়ন বাংলাদেশের টাকায় ৫,৬০০ কোটি টাকা খরচ হয় পৃথিবীর সবচেয়ে বড় এই পানির সেতুটিতে।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত