সকাল ৮ টায় না.গঞ্জের কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : করোনার কারণে গত ২ বছর বন্ধ থাকার পর এবার বড় পরিসরে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। ঈদ জামাতকে কেন্দ্র করে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

জানা গেছে, ঈদগাহে সকাল ৮টার প্রধান জামাতে নামাজ আদায় করবেন জেলা প্রশাসক (ডিসি) মঞ্জুরুল হাফিজ, নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

এ বিষয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো.মঞ্জুরুল হাফিজ জানান, ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল ৮টা ও ৯ টায়। নারায়ণগঞ্জবাসীর প্রতি রইলো ঈদের শুভেচ্ছা।

জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম জানান, নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ২ বছর পর ঈদের নামাজ আদায় করবো আমরা, সবাই আনন্দিত। ঈদকে কেন্দ্র করে যারা ঈদগাহে নামাজ আদায় করতে আসবেন সকলে শুধুমাত্র জায়নামাজ বহন করতে পারবেন। জায়নামাজ ছাড়া কোনো ধরনের ব্যাগ বহন করা যাবে না।

add-content

আরও খবর

পঠিত