শনিবার নারায়ণগঞ্জের গোল টেবিল বৈঠকে আকাঙ্খায় নগরবাসী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : দীর্ঘদিন ধরে হকারমুক্ত ফুটপাত আর যানজটমুক্ত শহরসহ অপরাধ কর্মকান্ড হ্রাসে আকাঙ্খা নারায়ণগঞ্জ নগরবাসীর। জেলার উন্নয়ন নিয়ে জনপ্রতিনিধিদের একসাথে বসার আলোচনাও উঠেছিল বেশ কয়েকবার। কিন্তু বিভিন্ন ইস্যুতে বিভাজনের কারণে আনুষ্ঠানিকভাবে একসাথে বসা হয়ে উঠেনি নারায়ণগঞ্জের জনপ্রতিনিধিদের। জনগণের সেই দাবির প্রেক্ষিতে একটি গোল টেবিল বৈঠকের উদ্যোগ নেয় নারায়ণগঞ্জ প্রেসক্লাব। সবকিছু ঠিক থাকলে আগামী শনিবার (৩ ফেব্রুয়ারি) দেখা যাবে সেই মহাসম্মিলনের।

প্রেসক্লাবের ৭ম তলায় বেলা ১১টার দিকে অনুষ্ঠিতব্য গোল টেবিল বৈঠকে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। গোল টেবিল বৈঠকে হকার ও যানজট নিয়েই মূল আলোচনা হবে বলে জানা গেছে।

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দীপুর সভাপতিত্বে গোল টেবিল বৈঠকে আরও উপস্থিত থাকবেন র‌্যাব-১১ এর অধিনায়ক লে: কর্নেল তানভীর মাহমুদ পাশা, জেলা পরিষদ চেয়ারম্যান চন্দন শীল, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রুহুল আমিন সাগর ও বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জি.) মো. শামসুল কবীর।

অনুষ্ঠান সঞ্চলনা করবেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন।

গত ১৮ জানুয়ারি বিকালে নগরভবনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমানের নগরীর যানজট, হকার সমস্যাসহ নানা বিষয়ে আলোচনা হয়। নগরভবনে প্রায় ঘন্টাব্যাপি বৈঠকে নগরীর সমস্যা সমাধানে অংশীজনদের নিয়ে একটি গোল টেবিল বৈঠকের বিষয়ে সম্মত হন তাঁরা।

add-content

আরও খবর

পঠিত