রূপগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ১৫টি দোকান ভুস্মিভুত

নারায়নগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার আড়িয়াবো এলাকার একটি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে ১৫টি দোকানঘরসহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।  এদিকে, আগুনের কারনে ঢাকা-সিলেট মহাসড়কের উভয় দিকে প্রায় ২ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তির শিকার হন যাত্রীসাধারন। মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাত ৯টার দিকে ঘটে আগুনের সুত্রপাত ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানা গেছে, আড়িয়াবো এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পার্শে একটি বাজার গড়ে তোলা হয়। সেই বাজারে ফার্নিচার, টেইলার্স, তুলার গুদামসহ প্রায় ২০টি দোকানঘর রয়েছে। রাত ৯টার দিকে ওই বাজারের পারভেজ মিয়ার মালিকানাধীন তুলার গুদাম থেকে থেকে হঠাৎ করে আগুন লেগে যায়। এসময় আগুনের লেলিহান শিখা পুরো বাজারে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে বাজারের দোকানদারসহ আশ-পাশের লোকজন ছুটাছুটি করতে শুরু করে। আগুনের লেলিহান শিখা প্রায় ৪০ থেকে ৫০ ফুট উঁচুতে উঠে যায়। আগুন পার্শবতী বিদ্যুতের তারে ছড়িয়ে পড়ে। তাৎক্ষনিক ভাবে বিদ্যুৎ কর্তৃপক্ষ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এসময় আশ্রয় হিসেবে ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান করে লোকজন। ক্ষতিগ্রস্থ্য দোকানঘর থেকে মালামাল সরিয়ে মহাসড়কের উপর রাখা হয়। এতে করে মহাসড়কের উভয় দিকের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং পুরো এলাকায় এলাকায় আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষনিক ভাবে ওই বাজারের দোকানঘর থেকে লোকজন বেরিয়ে পড়ায় হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ডেমরা ও কাঞ্চন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট মহাসড়কে অবস্থান নিয়ে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষনে বাজারের হারুন মিয়ার আরএফএল এর দোকানঘর, পারভেজ মিয়ার তুলার গুদাম, আবু তাহেরের ফার্নিচারের দোকানঘর, মোক্তার হোসেনের মুদিমনোহরী দোকানঘর, গোলাম হোসেনের মাংশের দোকানঘর, আলী হোসেনের লন্ড্রী ও সেলুন দোকানঘর, আউয়াল মিয়ার টেইলার্সের দোকানঘর, সিরাজ মিয়ার হোটেল, রাজু মিয়ার মোবাইলের দোকানঘরসহ প্রায় ১৫টি দোকানঘরসহ মালামাল পুড়ে যায়। এদিকে, দীর্ঘ ২ ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকার কারনে সড়কের উভয় দিকে প্রায় প্রায় ১৬ কিলোমিটার এলাকাজুরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যানজটে আটকা পড়ে ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীসাধারন। রাত ১১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে এবং থেমে থেমে ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল করতে শুরু করে। ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার বজলুর রশিদ বলেন, আগুন নিয়ন্ত্রনে রয়েছে। থেমে আগুন জ্বলার কারনে আগুন নেভানোর কার্যক্রম  এখনও চালানো হচ্ছে। তবে ক্ষতির পরিমান তাৎক্ষনিক ভাবে বলা যাচ্ছেনা।
কাঞ্চন ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, সময় মতো আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে আশ-পাশের ঘরবাড়ি ও শিল্প প্রতিষ্ঠানে আগুন ছড়িয়ে আরো ভয়াবহ অবস্থার সৃষ্টি হতো। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, মহাসড়কে যানবাহন চলাচল পুরোপুরি স্বাভাবিক করতে পুলিশ কাজ করে যাচ্ছে। এছাড়া হতাহতের কোন ঘটনা ঘটেনি।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত